নয়াদিল্লি: দেশজুড়ে আছড়ে পড়েছে করোনার দ্বিতীয় ঢেউ। প্রতিদিন দৈনিক সংক্রমণ ছাড়িয়ে যাচ্ছে আগের দিনের পরিসংখ্যানকে। এই আবহে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহ। করোনা মোকাবিলায় বর্তমান প্রধানমন্ত্রীকে ৫ পরামর্শ দিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী।


কংগ্রেসের বর্ষীয়ান নেতা চিঠিতে টিকাকরণের উপর বিশেষ জোর দিয়েছেন। তিনি লিখেছেন, নির্দিষ্ট সংখ্যক মানুষের টিকাকরণের জন্য পর্যাপ্ত টিকা প্রয়োজন। আগামী ৬ মাসের জন্য কী পরিমাণ ভ্যাকসিনের অর্ডার দেওয়া হয়েছে তার তথ্য প্রকাশ্যে আনা উচিত।


জরুরি প্রয়োজনের ভিত্তিতে ১০ শতাংশ ভ্যাকসিন বিতরণ করা কেন্দ্রীয় সরকারের উচিত। রাজ্যগুলোতে পর্যাপ্ত ভ্যাকসিন আছে কিনা তাও দেখতে হবে। টিকা থাকলেই রাজ্যগুলি পরিকল্পনাঅনুযায়ী কাজ করতে পারবে।


৪৫ বছরের কম বয়স কিন্তু করোনা মোকাবিলায় সামনের সারিতে থেকে লড়াই করছেন, তাঁদের টিকাকরণের ক্ষেত্রে সরকারের নমনীয়তা দেখানো উচিত। এই তালিকায় আছেন, বাস, ট্যাক্সি চালক, পুরকর্মী, পঞ্চায়েত কর্মীরা।


বেশি পরিমাণ টিকা উৎপাদনের জন্য তহবিল গঠন সহ ছাড়ের দিকে কেন্দ্রকে নজর দিতে হবে। আরও উৎপাদনেকর জন্য লাইসেন্স দেওয়ার ব্যবস্থার কথাও বলেছেন প্রাক্তন প্রধানমন্ত্রী।


ইউরোপীয় মেডিকেল এজেন্সি অনুমোদিত কোনও সংস্থার থেকে টিকা আমদানি করা যেতে পারে। কারণ এখন যে টিকা দেওয়া হচ্ছে তা সীমিত পরিমাণে।


এদিকে, আগের সব নজির ভেঙে একদিনে করোনা সংক্রমণ ছাপিয়ে গেল আড়াই লক্ষ। দেশে গত ২৪ ঘণ্টায় করোনার সংক্রমিত হয়েছে ২ লক্ষ ৬১ হাজার ৫০০ জন। মৃত্যু হয়েছে ১৫০১ জনের। এই নিয়ে টানা চতুর্থদিন দেশে করোনা সংক্রমণ ২ লক্ষ পার করে গেল।


দেশের স্বাস্থ্যমন্ত্রকের বুলেটিন অনুযায়ী গত ২৪ ঘণ্টায় ১ লক্ষ ৩৮ হাজার ৪২৩ জন করোনা সংক্রমণ সারিয়ে উঠেছেন। তবে আগের সব নজির ভেঙে একদিনে আড়াই লক্ষের বেশি সংক্রমিত হওয়ায় আপাতত ভারতের মোট সংক্রমিতের সংখ্যা গিয়ে দাঁড়াল ১ কোটি ৪৭ লক্ষ ৮৮ হাজার ১০৯ জনে। আর এই মুহূর্তে গোটা দেশে অ্যাক্টিভ করোনা রোগীর সংখ্যা ১৮ লক্ষ ১ হাজার ৩১৬ জন। গোটা দেশে করোনা সংক্রমণ যেভাবে বাড়ছে তাতে সব মহলে আশঙ্কা তৈরি হয়েছে প্রয়োজনীয় চিকিৎসা নিয়ে। ইতিমধ্যে ভোপালে করোনা রোগীদের গণ-চিতা জ্বলার ছবি বা দিল্লির কবরস্থানে স্থানাভাবের বিভিন্ন খবর ভিডিও প্রকাশ্যে আসতেই দেশবাসী শিউরে উঠেছেন।


উল্লেখ্য, এরাজ্যের করোনা পরিস্থিতি উদ্বেগজনক। তিনটি বিষয়ে দৃষ্টি আকর্ষণ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। উল্লেখ্য, নির্বাচনের প্রচারে করোনাভাইরাসজনিত পরিস্থিতি  নিয়ে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপি ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিশানা করেছেন। এদিকে মোদি সরকারের অপদার্থতার জন্যই দেশে করোনায় এই পরিস্থিতি বলে বিঁধেছেন প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদম্বরম।