নয়াদিল্লি : বিহারের ভাগলপুরের ছোট গ্রাম থেকে স্বপ্নের উড়ান। ইতিহাস সৃষ্টি করলেন মানবী মধু কাশ্যপ। তিনি হলেন দেশের প্রথম রূপান্তরকারী সাব-ইন্সপেক্টর। তাঁর এই সাফল্য দেশের রূপান্তরকামী সম্প্রদায়ে তাৎপর্যপূর্ণ সাফল্য হিসাবে উল্লেখ থাকবে। সাব-ইন্সপেক্টর পদে তিন রূপান্তরকামীকে নিয়োগ করেছে বিহার পুলিশ। মানবী মধু ছাড়া রয়েছেন দুই রূপান্তরকামী পুরুষ। Manvi Madhu Kashya


মঙ্গলবার বিহার পুলিশের সাব-ইন্সপেক্টর পদে পরীক্ষার ফল ঘোষণা করা হয়। এর মধ্যে চূড়ান্ত তালিকায় দেখা যায় মানবী মধু কাশ্যপের নাম। ফল প্রকাশিত হওয়ার পর নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন তিনি। 


মানবী মধু বলেন, "আমি প্রচুর কষ্ট করেছি। তার যোগ্য ফল পেলাম। আমি নেতিবাচক পরিবেশ সৃষ্টি করতে পারি এই বলে অন্য প্রতিষ্ঠান আমায় ভর্তি নেয়নি। আমি শিক্ষা চেয়েছিলাম। কিন্তু, সুযোগ পাচ্ছিলাম না। যখন এই প্রতিষ্ঠানে এলাম, আমার জীবনে উন্নতি হল। পরিবার সবসময় আমার পাশে থেকেছে। তাই, আজ আমি এখানে।"