নিউইয়র্ক: করোনাভাইরাস মহামারির মধ্যে যে মার্কিন নাগরিকরা ভারতে আটকে পড়েছিলেন, এখন তাঁর অধিকাংশই দেশে ফিরতে চাইছেন না। ওই মার্কিন নাগরিকদের অনেকেই এয়ারলিফ্টের জন্য এগিয়ে এসেছিলেন। কিন্তু এখন তাঁরা পিছিয়ে এসেছেন। মার্কিন বিদেশ বিভাগের পদস্থ কনসুলার এ কথা জানিয়েছেন।

বিদেশ বিভাগের প্রিন্সিপাল ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ইয়ান ব্রাউনলি মঙ্গলবার জানিয়েছেন, ভারত থেকে ফেরত আসতে মার্কিন নাগরিকরা তাঁদের নাম তালিকাভূক্ত করেছিলেন। তাঁদের জন্য বিদেশ বিভাগ বিশেষ বিমানের ব্যবস্থা করেছে। কিন্তু ওই বিমানে আসনের প্রস্তাবে এখন তাঁরা আর সাড়া দিচ্ছেন না।

মার্কিন মুলুকে মঙ্গলবার করোনা আক্রান্তের সংখ্যা ১০ লক্ষ ছাড়িয়েছে। আর ভারতে আক্রান্তের সংখ্যা ৩১,৩৬৮। মৃতের সংখ্যা ১,০০৮।

ব্রাউনলি জানিয়েছেন, দুই সপ্তাহ আগে তাঁদের কাছে প্রচুর নামের তালিকা ছিল। তাঁরা নিশ্চিত ছিলেন যে, দেশে ফেরার ব্যবস্থা হয়েছে, জানিয়ে ফোন করলেই তাঁরা সাড়া দেবেন এবং বিমানবন্দরে পৌঁছে যাবেন। কিন্তু এখন তাঁদের অনেককেই বারবার ফোন করতে হচ্ছে। কারণ, তাঁরা দেশে ফিরতে চাইছেন না। এই সময়টা যেখানে রয়েছেন, সেখানেই থাকতে চান।

ব্রাউনলি জানিয়েছেন, গত সপ্তাহ চার হাজার মার্কিন নাগরিককে ফেরানো হয়েছে। এখনও ছয় হাজার জন এয়ারলিফ্টের অপেক্ষায় রয়েছেন।

গত ২৫ জানুয়ারি ভারতে কঠোর লকডাউন জারি হয়েছে। বাতিল হয়েছে বিমান ও রেল পরিষেবা।
এর আগে ব্রাউনলি জানিয়েছিলেন, ভারতে আটক নাগরিকদের ফিরিয়ে আনার ক্ষেত্রে ব্যাপক বন্দোবস্তের প্রয়োজন। কারণ চাটার্ড ফ্লাইটের জন্য তাঁদের দিল্লি ও মুম্বইয়ের মতো বিমানবন্দরে নিয়ে আসতে হবে।