নয়াদিল্লি: নাম না করে রাহুল গাঁধীকে ‘টিউবলাইট’ কটাক্ষ নরেন্দ্র মোদির। সংসদে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের ভাষণের ওপর বিতর্কের পর জবাবী ভাষণে প্রধানমন্ত্রী টিউবলাইট দেরি করে জ্বলে, এই বিষয়টি উল্লেখ করে কংগ্রেসের শীর্ষনেতাকে নিয়ে মস্করা করেন।
তাঁর সরকারের বিরুদ্ধে বিরোধী শিবিরের যাবতীয় সমালোচনা, অভিযোগ খারিজ করেন মোদি। প্রধানমন্ত্রী নিজের ভাষণে গতকাল দিল্লি বিধানসভা ভোটের প্রচারে রাহুলের তাঁকে নিশানা করে ‘ডান্ডে মারেঙ্গে’ মন্তব্যের প্রতি ইঙ্গিত করলে রাহুল উঠে দাঁড়িয়ে আপত্তি তুলে কিছু বলতে যান। তখনই মোদি বলে ওঠেন, ৩০-৪০ মিনিট ধরে বলছি, কিন্তু কারেন্ট পৌঁছতে এতটা সময় লাগল। অনেক টিউবলাইট এরকম হয়। (বহুত সে টিউবলাইট অ্য়ায়সি হি হোতে হ্যায়।)
গতকাল রাহুল কংগ্রেসের নির্বাচনী মিছিলে ভাষণে বলেন, মোদি অনেক ভাষণ দিচ্ছেন। আমি বলছি, ছয় কিংবা সাত-আট মাস কেটে যাক, মোদি ঘর থেকে বেরোতে পারবেন না। দেশের যুবকেরা তাঁকে এমন ভাবে লাঠিপেটা করবেন যে উনি সব কিছু বুঝে যাবেন। বুঝবেন, রোজগারের ব্যবস্থা করা ছাড়া দেশ এগোতে পারে না।
আজ এর উল্লেখ করে মোদি সংসদে বলেন, এক কংগ্রেস নেতা মোদিকে ৬ মাসে লাঠিপেটা করার কথা বলেছেন। তিনি আরও বেশি সূর্য নমস্কার করে এজন্য নিজেকে তৈরি রাখবেন বলে জানান মোদি। বলেন, ৭০ বছরে কংগ্রেসের একজন নেতাও আত্মনির্ভরশীল হতে পারেননি। একজন নেতার কথা শুনলাম। তিনি বলছেন, যুবকরা মোদিকে ৬ মাসে লাঠির বাড়ি মারবে। আমিও বেশি করে সূর্য নমস্কার করব যাতে এত লাঠির বাড়ি সহ্য করার মতো শক্ত হয়ে ওঠে পিঠটা। তবে এটা সত্যি যে, এমনটা হওয়া অসুবিধা আছে। তাই প্রস্তুতির জন্য ৬ মাস লাগবে। কিন্তু আমি যদিও বা এই ৬ মাস ধরে প্রস্তুতি নিই, আরও সূর্য নমস্কার করি, যে ধরনের গালিগালাজ শুনতে হচ্ছে, তাতে আমি নিজেকে গালাগাল-প্রুফ করে তুলব, ডান্ডা-প্রুফও হয়ে যাব।
অনেক টিউবলাইট এরকম হয়! সংসদে নাম না করে রাহুলকে খোঁচা মোদির
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
06 Feb 2020 03:51 PM (IST)
গতকাল রাহুল কংগ্রেসের নির্বাচনী মিছিলে ভাষণে বলেন, মোদি অনেক ভাষণ দিচ্ছেন। আমি বলছি, ছয় কিংবা সাত-আট মাস কেটে যাক, মোদি ঘর থেকে বেরোতে পারবেন না। দেশের যুবকেরা তাঁকে এমন ভাবে লাঠিপেটা করবেন যে উনি সব কিছু বুঝে যাবেন। বুঝবেন, রোজগারের ব্যবস্থা করা ছাড়া দেশ এগোতে পারে না।
NEXT
PREV
খবর (news) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -