নয়াদিল্লি: কেন্দ্রের কর্পোরেট কর কমানোর ঘোষণাকে স্বাগত জানিয়ে বেশ কয়েকটি মডলেরে দাম কমানোর সিদ্ধান্ত নিল দেশের বৃহত্তম গাড়ি প্রস্তুতকারী সংস্থা মারুতি সুজুকি।
মারুতি কর্তৃপক্ষ জানিয়েছে, তাদের বেশ কয়েকটি মডেলের দাম পাঁচ হাজার টাকা (এক্স-শোরুম) কমানো হবে। এই মডেলগুলি প্রধানত-- অল্টো ৮০০, অল্টো কে১০, সুইফ্ট ডিজেল, সেলেরিও, বালিনো ডিজেল, ইগনিস, ডিজায়ার ডিজেল, ট্যুর এস ডিজেল, ভিটারা ব্রিজা ও এস-ক্রস।
সংস্থার তরফে জানানো হয়েছে, ২৫ সেপ্টেম্বর, অর্থাৎ এদিন থেকেই সারা দেশে নতুন দাম কার্যকর হচ্ছে। সংস্থা আরও জানিয়েছে, বিভিন্ন মডেলের ওপর দেওয়া হরেক রকমের প্রোমোশনাল অফারের বাইরে এই অতিরিক্ত ছাড় দেওয়া হবে। মারুতির আশা, এর ফলে, গ্রাহকদের মধ্যে গাড়ির চাহিদা পুনরায় বৃদ্ধি পাবে।
মারুতি কর্তৃপক্ষের আশা, এই দাম কমানোর ফলে, কম-দামী গাড়ি কিনতে ইচ্ছুক খদ্দেরের সংখ্যা বৃদ্ধি পাবে। পাশাপাশি, যেহেতু এটা উৎসবের মরশুম, তাই অনেকেই এই সময়টিকে গাড়ি কেনার জন্য বেছে নেবেন বলেও আশা সংস্থার।
প্রসঙ্গত, চলতি অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকে দেশের জিডিপির হার কমে ৫ শতাংশে এসে ঠেকেছে। যে কারণে, বিভিন্ন পদক্ষেপের অঙ্গ হিসেবে অর্থনীতিকে চাঙ্গা করতে এবং দেশীয় উৎপাদন সংস্থাগুলিকে উৎসাহ দিতে কর্পোরেট কর ৩০ শতাংশ থেকে কমিয়ে ২২ শতাংশ করার ঘোষণা করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ।