নয়া দিল্লি: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্কনীতির ফলে বিশ্বের বৃহত্তম অর্থনীতিতে মন্দা দেখা দিতে পারে এমন আশঙ্কা হয়েছিল। যদিও প্রাথমিকভাবে এ ইঙ্গিত উড়িয়ে দিলেও আমেরিকার শেয়ার বাজারে তীব্র পতন দেখা দিয়েছে। মার্কিন শেয়ার বাজার থেকে সরে গিয়েছে কয়েক ট্রিলিয়ন ডলার। ওয়াকিবহাল মহলের মত এর জেরে ভারতীয় শেয়ার বাজারেও প্রভাব পড়তে পারে।
মেক্সিকো, কানাডা এবং চিনের সঙ্গে বাণিজ্য চুক্তি এবং শুল্ক নীতির অদলবদলে চরম প্রভাব দেখেছে শেয়ার বাজার। মার্কিন বাজারে প্রযুক্তিগত শেয়ারের দাম সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। ২০২২ সালের পর এই প্রথম এমন রক্তাক্ত দিন দেখল Nasdaq Composite। ট্রাম্পের মন্তব্যের ফলে সম্ভাব্য অর্থনৈতিক মন্দা সম্পর্কে বিনিয়োগকারীদের উদ্বেগ আরও বেড়ে গেছে, যার ফলে মার্কিন বন্ডের দামও কমেছে অনেকটা।
এমনকী টেসলার শেয়ারের দামও কমেছে ১৫.৪% অন্যদিকে এআই চিপ জায়ান্ট এনভিডিয়া ৫% এরও বেশি কমেছে। অ্যামাজন এবং অ্যালফাবেট সহ অন্যান্য প্রযুক্তি জায়ান্টদেরও শেয়ারের দাম কমেছে উল্লেখযোগ্যহারে। এমনটাই চলতে থাকলে বিশ্ব আর্থিক বাজারে ব্যাপক অনিশ্চয়তা দেখা দিতে পারে, আশঙ্কা।
আরও পড়ুন, এক ধাক্কায় ২০ শতাংশ ধস এই ব্যাঙ্কের শেয়ারে, বিনিয়োগ থাকলে কী করবেন ?
এ প্রসঙ্গে অ্যাসোসিয়েটেড প্রেস (এপি)-কে সাক্ষাৎকারে হোয়াইট হাউসের এক অফিসার জানিয়েছেন যে, শেয়ার বাজারের গতিবিধি এবং প্রকৃত অর্থনৈতিক দৃষ্টিভঙ্গির মধ্যে একটি শক্তিশালী পার্থক্য দেখা যাচ্ছে মার্কিন মুলুকে। তবে সরকার গোটা বিষয়টি নজরে রাখছে। যদিও ট্রাম্প তার বাণিজ্য নীতির পক্ষে যুক্তি দিয়ে বলেছেন, "এটি একটি পরিবর্তনের সময়। আমরা আমেরিকায় সম্পদ ফিরিয়ে আনছি।" তবে, অর্থনৈতিক বিশ্লেষকরা সতর্ক করে বলেছেন যে ক্রমবর্ধমান শুল্ক মুদ্রাস্ফীতি এবং প্রবৃদ্ধিকে ধীর করে দিতে পারে।
এর প্রভাব আজ দালাল স্ট্রিটেও দেখা যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এর আগে গতকাল ওয়াল স্ট্রিটের সূচকে বড় ধরনের পতন দেখা যায়। এশিয়ান শেয়ার বাজারেও পতন দেখা যায়। ট্রাম্পের শুল্ক পরিকল্পনার কারণে আট দিনের মধ্যে সাতবার এসএন্ডপি ১ শতাংশের বেশি ওপর-নীচ হয়েছে। বিনিয়োগকারীদের উদ্বেগ, ট্রাম্পের পদক্ষেপের ফলে হয় সরাসরি অর্থনীতি ক্ষতিগ্রস্ত হবে।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে