মেলবোর্ন: মেলবোর্নের ভারতীয় বংশোদ্ভূত ফার্মাসিস্ট ভিনি রামন যে অস্ট্রেলীয় ক্রিকেটার গ্লেন ম্যাক্সওয়েলের বাগদত্তা, তা এখন অনেকই জানেন। কিন্তু ট্রোলরা থামছে কই। ভিনিকে ইনস্টাগ্রামে একজন লিখেছেন, ওই মানসিক রোগী সাদা চামড়ার ছেলেটাকে ছাড়ুন, ওর জন্য আপনার কষ্ট পাওয়ার দরকার নেই। আপনি বিশ্বাসঘাতক, কোনও ভারতীয় ছেলেকে খুঁজে নিন।

মুখের মত জবাব দিয়েছেন ভিনি। তিনি লিখেছেন, আপনার মত রং দেখে নয়, আমি দেশ, জাতি নিয়ে মাথা না ঘামিয়েই কাউকে ভালবাসতে পারি, সেটা পুরোপুরি আমার ইচ্ছে। ইন্টারনেটে কে কী বলল, তার ওপর জীবনের সিদ্ধান্ত নিই না, নিজের কাজের সাফাইও গাই না।



গ্লেন ম্যাক্সওয়েল নিজেই প্রকাশ্যে জানান তাঁর হতাশায় ভোগার কথা। এ জন্য গত বছর ক্রিকেট থেকে ছুটি নেন তিনি। বাগদত্তার পোস্ট শেয়ার করে তিনি লিখেছেন, ভিনি রামন, তোমার জন্য আমি গর্বিত। কিছু লোকের আচরণ সত্যিই দুঃখজনক।



ম্যাক্সওয়েল এখন দুবাইতে, আইপিএল খেলছেন কিংস ইলেভেন পঞ্জাবের হয়ে। এ বছরের শুরুতে ভিনির সঙ্গে আশীর্বাদ হয়েছে তাঁর।