নয়াদিল্লি: করোনা মহামারীর মধ্যেই দেশবাসীকে ইস্টারের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রার্থনা করলেন, কোভিড-১৯ সংক্রমণের বিরুদ্ধে সাফল্যের সঙ্গে জয় করতে আজকের দিন সকলকে বাড়তি শক্তি প্রদান করবে।
ট্যুইটারে প্রধানমন্ত্রী লেখেন, ইস্টারের বিশেষ মুহূর্তে সকলকে শুভেচ্ছা। আসুন, আমরা যীশুর মহৎ চিন্তাকে স্মরণ করি। বিশেষ করে, গরিব ও অভাবীদের ক্ষমতায়নে তাঁর নিরন্তর দায়বদ্ধতা। আশা করব, এই ইস্টার সকলকে কোভিড-১৯ জয় করতে এবং এক স্বাস্থ্যকর পৃথিবী গড়ে তুলতে বাড়তি শক্তি জোগাবে।
করোনা লকডাউনের জেরে ভ্যাটিকান সিটিতে শতাব্দী-প্রাচীন প্রথা ছেড়ে প্রথমবার লাইভস্ট্রিমিংয়ের মাধ্যমে বিশ্বের ১৩০ কোটি ক্যাথলিকদের ইস্টার মাসের আচার পালন করলেন পোপ ফ্রান্সিস। ভয় ও আতঙ্কের গ্রাসে গোটা বিশ্ব। এখনও পর্যন্ত মহামারীতে বিশ্বে লক্ষাধিক মানুষের মৃত্যু হয়েছে। বিশ্বের বিভিন্ন দেশে লকডাউন চলছে।
এমতাবস্থায় সন্ত পিটার্স স্কোয়ারে, ভ্যাটিক্যানের নিজস্ব গ্রন্থাগার থেকে একা ক্যামেরার সামনে দাঁড়িয়ে বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা ক্যাথলিক ধর্মাবলম্বীদের উদ্দেশে বক্তব্য রাখলেন পোপ। ৮৩ বছরের পোপ বললেন, মনে হচ্ছে তাঁকে খাঁচাবন্দি করে রাখা হয়েছে।