নয়াদিল্লি : "আকাশপথে বড়সড় আকারে অনুপ্রবেশের সম্ভাব্য উদ্দেশ্য ছিল বিমান প্রতিরক্ষা ব্যবস্থা পরীক্ষা করা এবং গোয়েন্দা তথ্য সংগ্রহ করা।" পাকিস্তানের তরফে একযোগে ৩০০-৪০০ ড্রোন পাঠানো নিয়ে এমনই অনুমান করছে ভারত। এদিন বিদেশমন্ত্রকের সঙ্গে যৌথ সাংবাদিক বৈঠকের সময় ভারতের নিরাপত্তাবাহিনীর তরফে একথা জানালেন কর্নেল সোফিয়া কুরেশি।
তিনি বলেন, ৭ ও ৮ মে রাতে পাকিস্তানি সেনাবাহিনী সামরিক পরিকাঠামোকে টার্গেট করার উদ্দেশ্যে সমগ্র পশ্চিম সীমান্ত জুড়ে বেশ কয়েকবার ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে। শুধু তাই নয়, পাকিস্তান সেনাবাহিনী নিয়ন্ত্রণরেখা বরাবর ভারী ক্যালিবার অস্ত্রও ছুঁড়েছে। ৩৬টি স্থানে অনুপ্রবেশের চেষ্টা করার জন্য প্রায় ৩০০ থেকে ৪০০ ড্রোন ব্যবহার করা হয়েছে। ভারতীয় সশস্ত্র বাহিনী এই ড্রোনগুলির অনেকগুলিকে গুলি করে মাটিতে নামিয়েছে। এত বড় আকারে আকাশপথে অনুপ্রবেশের সম্ভাব্য উদ্দেশ্য ছিল বিমান প্রতিরক্ষা ব্যবস্থা পরীক্ষা করা এবং গোয়েন্দা তথ্য সংগ্রহ করা। ড্রোনগুলির ধ্বংসাবশেষের ফরেনসিক তদন্ত করা হচ্ছে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে যে, এগুলি তুর্কি অ্যাসিসগার্ড সোঙ্গার ড্রোন। India-Pakistan Conflict