তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপে এর্দোগান ২ দিনের সফরে পাকিস্তানে গিয়েছেন। গতকাল তিনি পাক পার্লামেন্টে বলেন, কাশ্মীর প্রশ্নে ইস্তান্বুল ইসলামাবাদের পাশে থাকবে। কাশ্মীর পাকিস্তানের কাছে যতটা গুরুত্বপূর্ণ, তুরস্কের জন্যও ঠিক ততটা। এর্দোগানের মন্তব্য খারিজ করে দিয়েছে ভারত। বিদেশ মন্ত্রক বলেছে, তুরস্ক সরকারের কাছে আমাদের অনুরোধ, ভারতের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলানোর চেষ্টা করবেন না। বরং পাকিস্তানে জন্ম নেওয়া ও বেড়ে ওঠা সন্ত্রাসবাদ যে ভারতের পক্ষে বিপদ, তা বোঝার চেষ্টা করুন।
পাক প্রধানমন্ত্রী ইমরান খান, ন্যাশনাল অ্যাসেম্বলির স্পিকার আসাদ কাইসার ও সেনেট প্রধান সাদিক সঞ্জরানি পার্লামেন্টে এর্দোগানকে অভ্যর্থনা জানান। এর্দোগান শেষ পাকিস্তানে আসেন ২০১৬-য়। তখনও পার্লামেন্টে বক্তৃতা দেন তিনি।