নয়াদিল্লি: ভারতীয় রেল (Indian Railway) পরিচালিত স্কুলে নিখরচায় পড়ার সুযোগ পায় সহায়ক-দের সন্তানরা। রাজ্যসভায় ( এমনটাই দাবি করলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। শুধু তাই নয়, এদিন রেলমন্ত্রী (Union Minister of Railways Ashwini Vaishnaw ) জানান সহায়ক বা লাইসেন্স প্রাপ্ত কুলিদের পরিবারও চিকিৎসা খরচ পেয়ে থাকেন সাধারণ রেলকর্মীদের (Railway Employee) মতোই।


সহায়কদের জন্য সুযোগ-সুবিধা:  এদিন রেলমন্ত্রী (Railway Minister) জানান, রেলের কর্মচারী না হওয়া সত্ত্বেও, কুলিদের জন্য বিভিন্ন সুযোগ-সুবিধা বাড়ানো হয়েছে। যাত্রীদের ব্যাগ সহ যাবতীয় সরঞ্জাম বহনের লাইসেন্স দেওয়া হয়েছে। যাত্রীরা সরাসরি সংশ্লিষ্ট সহায়কদের নির্ধারিত মূল্য দিতে পারেন সেই সুবিধাও রয়েছে তাঁদের জন্য।  


চিকিৎসা পরিষেবা: একটি প্রশ্নের উত্তরে এদিন লিখিতভাবে রেলমন্ত্রী জানিয়েছেন, রেলকর্মীদের মতোই চিকিৎসার খরচ পেয়ে থাকেন সহায়ক এবং তাঁদের পরিবার। রেলের চিকিৎসা বিধি অনুযায়ী বর্তমানে সহায়করা কাজ করছেন সেই এলাকা অনুযায়ী রেলের নির্ধারিত হাসপাতাল এবং রেলের হেলথ ইউনিটে সংশ্লিষ্ট ব্যক্তি বা তার পরিবার চিকিৎসা করাতে পারে। প্রয়োজনে রেফার করা হয় অনুযায়ী রেলের নির্ধারিত অন্য কোনো হাসপাতাল এবং রেলের হেলথ ইউনিটে। তবে সেটা কখনই বেসরকারি হাসপাতাল নয়।


নিখরচায় লেখাপড়ার সুযোগ: যদিও এদিন রেলমন্ত্রী জানিয়েছেন, আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনায় যেসব সহায়করা ইতিমধ্যেই নাম নথিভুক্ত করেছেন তাঁরা এই রেলের হাসপাতাল এবং হেলথ ইউনিটে চিকিৎসা করাতে পারবেন। পাশাপাশি তিনি জানিয়েছেন, রেল এবং রেলওয়েম্যান'স অর্গানাইজেশন এবং মহিলা সমিতি দ্বারা পরিচালিত স্কুলে সহায়দের সন্তানদের জন্য বিনামূল্যে শিক্ষার সুবিধা পেয়ে থাকে।


অন্যন্য সুবিধা: রেলমন্ত্রীর কথায়, সহায়কদের প্রতিবছর ৩টি লাল রঙের জামা, একটি উলের জামা দেওয়া হয়ে থাকে। ৫০ বা তার বেশি সহায়কদের বিশ্রাম নেওয়ার সুবিধা রয়েছে একাধিক স্টেশনে। বর্তমানে ভারতীয় রেলে সহায়ক হিসেবে কাজ করেন ১৯ হাজার ৯০৩ জন ।   


আরও পড়ুন: Narendra Modi: প্রধানমন্ত্রীকে খুনের হুমকি দিয়ে এনআইএ-কে ইমেল