নয়াদিল্লি: মেয়াদোত্তীর্ণ ওষুধ ফেলে দেওয়া নিয়ে নয়া নির্দেশিকা। যেখানে খুশি ছুড়ে ফেলে দেওয়া যাবে না মেয়াদ পেরিয়ে যাওয়া ওষুধ। বরং কমোডে ঢেলে ফ্লাশ করে দিতে হবে। দেশের ওষুধ নিয়ন্ত্রক সংস্থা Central Drugs Standard Control Organisation (CDSCO) এই নির্দেশিকা জারি করল। তাদের মতে, যেখানে সেখানে মেয়াদ পেরিয়ে যাওয়া ওষুধ ছুড়ে ফলে অজান্তেই বিপদ ডেকে আনছি আমরা। পশুপাখি এবং মানুষের ক্ষতি হচ্ছে এতে। তবে সব ওষুধ নয়, কিছু ওষুধের ক্ষেত্রে এই নির্দেশিকা জারি হয়েছে। (Central Drugs Standard Control Organisation)
কমপক্ষে ১৭টি ওষুধ যেখানে সেখানে ফেলে দেওয়া যাবে না বলে জানিয়েছে CDSCO. মেয়াদ পেরিয়ে গেলে, সেই সব ওষুধ কী ভাবে নষ্ট করতে হবে, তাও বিশদে ব্যাখ্য়া করা হয়েছে। যে ১৭টি ওষুধের তালিকা এসেছে, তাতে রয়েছে, Fentanyl, Fentanyl Citrate, Diazepam, Buprenorphine, Buprenorphine Hydrochloride, Morphine Sulfate, Methadone Hydrochloride, Hydromorphone Hydrochloride, Hydrocodone Bitartrate, Tapentadol, Oxycodone Hydrochloride, Oxycodone, Oxymorphone Hydrochloride, Sodium Oxybate, Tramadol, Methylphenidate, Meperidine Hydrochloride. (Expired Medicines Regulations)
কারণ হিসেবে বলা হয়েছে, এই ধরনের ওষুধগুলি আসলে Opiods, অর্থাৎ যন্ত্রণা উপশম, উৎকণ্ঠা দূরে মতো সমস্যার সমাধান করতে ব্যবহার করা হয়। মেয়াদ পেরিয়ে গেলে যেখানে সেখানে, যেমন তেমন ভাবে সেগুলি ফেলা উচিত নয়, তাতে পশুপাখিরা খেয়ে ফেলতে পারে। তেমন লোকের হাতে পড়লে, ক্ষতি হতে পারে মানুষেরও। আবার অজান্তেও বিপদ নেমে আসতে পারে। তাই বিপদ এড়াতে টয়লেটের কমোডে ঢেলে ফ্লাশ করে দিতে হবে।
CDSCO জানিয়েছে, চিকিৎসক যখন ওই সব ওষুধ বরাদ্দ করেন, নির্দিষ্ট কিছু সমস্যার জন্যই সেগুলি দেওয়া হয় রোগীকে। কিন্তু অন্য কারও শরীরে গেলে ভয়ঙ্কর বিপদ হতে পারে। মারাত্মক কিছু ঘটে যেতে পারে একটি মাত্র ডোজেও। পরিবারের লোকজন, পোষ্য বা অন্য কেউ যাতে বিপদে না পড়েন, তাই সতর্ক হওয়া জরুরি।
ম্যাক্স হেলথকেয়ারের ডিরেক্টর দেবারতি মজুমদার জানিয়েছেন, নার্কোটিক উপাদান থাকাতেই মেয়াদোত্তীর্ণ ওষুধ ফেলে দিতে বলেছে সরকার। ওই সব ওষুধের প্রতি নেশা জন্মায়, ওষুধের অপব্যবহারও হয়।
মেয়াদোত্তীর্ণ ওষুধ ফেলা দেওয়া নিয়ে নির্দিষ্ট নিয়ম বেঁধে দিয়েছে CDSCO. পরিবেশ দূষণ কমাতে 'Drug Take Back' কর্মসূচিও গ্রহণ করা হয়েছে। কোনও ভাবে যেন মেয়াদোত্তীর্ণ ওষুধ জলে গিয়ে না মেশে, তা নিয়েও সতর্ক করা হয়েছে তাদের তরফে। এতে জল মারফত শরীরে এমন রোগ জন্ম নেয়, যা মোকাবিলা করার ওষুধ পাওয়া যায় না।
২০১৬ সালের Biomedical Waste Management Rules অনুযায়ী, স্থানীয় প্রশাসনের সঙ্গে মিলে রাজ্য সরকার মেয়াদোত্তীর্ণ ওষুধ সংগ্রহ করে তা নষ্ট করার ব্যবস্থা করতে পারে।