নিউ দিল্লি : করোনা পরিস্থিতিতে ব্যাপকভাবে ব্যাহত পঠন-পাঠন। নিয়মিত স্কুল, পরীক্ষা- কীভাবে হবে আগামীদিনে তা নিয়ে চিন্তিত শিক্ষামহল। এই পরিস্থিতিতে দ্বাদশ শ্রেণি ও পেশাগত কোর্সের প্রবেশিকা পরীক্ষার ব্যবস্থা নিয়ে আগামীকাল বৈঠকে বসছেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল নিশঙ্ক। বৈঠকে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির শিক্ষামন্ত্রী, শিক্ষাসচিব, রাজ্য পরীক্ষা নিয়ামক বোর্ডের চেয়ারপার্সন এবং স্টেকহোল্ডাদের উপস্থিত থাকার কথা। এছাড়া বৈঠকে চেয়ারম্যান হিসাবে থাকবেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। শিক্ষামন্ত্রকের তরফে এক বিবৃতিতে একথা জানানো হয়েছে।


রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে পাঠানো চিঠিতে শিক্ষামন্ত্রী লিখেছেন, ছাত্র এবং শিক্ষকদের সুরক্ষার বিষয়টি মাথায় রেখে কীভাবে পরীক্ষা নেওয়া যায় তা খতিয়ে দেখছে স্কুলশিক্ষা এবং সাক্ষরতা, শিক্ষামন্ত্রক এবং CBSE বোর্ড। উচ্চশিক্ষার প্রতিষ্ঠানগুলিতে কীভাবে পরীক্ষার দিনক্ষণ চূড়ান্ত করা যায় তা নিয়ে ভাবনাচিন্তা করছে উচ্চশিক্ষা দফতর।


চিঠিতে আরও বলা হয়েছে, করোনা অতিমারি বিভিন্ন সেক্টর সহ শিক্ষাক্ষেত্রেও ব্যাপক প্রভাব ফেলেছে। বিশেষ করে বোর্ড ও প্রবেশিকা পরীক্ষায়। এই পরিস্থিতিতে প্রায় সব রাজ্যের এডুকেশন বোর্ড, CBSE এবং ICSE দ্বাদশ শ্রেণির পরীক্ষা স্থগিত রেখেছে। একইভাবে ন্যাশনাল টেস্টিং এজেন্সি(NTA) ও জাতীয়স্তরে অন্যান্য পরীক্ষা পরিচালন প্রতিষ্ঠানগুলিও পেশাগত কোর্সে ভর্তির প্রবেশিকা পরীক্ষা স্থগিত রেখেছে। 


এই ইস্যুতে সমস্ত স্টেকহোল্ডার তথা-ছাত্রছাত্রী, অভিভাবক, শিক্ষক এবং অন্যদের মতামত জানতে চেয়েছেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী। টুইটারে তিনি লিখেছেন, "তাঁর প্রিয় ছাত্রছাত্রীদের কেরিয়ার সংক্রান্ত যে কোনও সিদ্ধান্ত নিয়ে যাতে রাজ্য সরকার ও স্টেকহোল্ডারদের সঙ্গে আলোচনা করা হয়, তা চান প্রধানমন্ত্রী। সম্প্রতি এই বিষয়ে আমি রাজ্যের শিক্ষাসচিবদের সঙ্গে কথা বলেছি।"


টুইটারে তিনি আরও লেখেন, উচ্চপর্যায়ের এক বৈঠকে এই আলোচনা প্রক্রিয়া আরও শক্তিশালী হবে। ওই বৈঠকে চেয়ারম্যান হিসাবে থাকবেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, এছাড়া থাকবেন মন্ত্রিসভায় আমার সহকর্মী স্মৃতি ইরানজি এবং প্রকাশ জাভড়েকরজি। আসন্ন পরীক্ষা নিয়ে তাঁদের মতামত ভাগ করে নেওয়ার জন্য সব রাজ্যের শিক্ষামন্ত্রী এবং সচিবদের বৈঠকে যোগ দেওযার অনুরোধ করা হয়েছে। ২৩ মে ১১টা ৩০ মিনিটে এই ভার্চুয়াল মিটিং হবে। বন্ধুরা, আপনাদের মূল্যবান সাজেশন চাই। আপনারা আমার টুইটার হ্যান্ডেলে তা পাঠাতে পারেন।