শিলং: 'মেঘালয় (meghalaya) গুয়াহাটি (guwahati) থেকে শাসিত হবে না। মেঘালয়কে শাসন করবে মেঘালয়ই', হুঙ্কার তৃণমূল (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (abhishek banerjee)। সঙ্গে বললেন, 'মেঘালয়কে তার হৃত সম্মান ফিরিয়ে দিতে হবে। স্বৈরতান্ত্রিক শক্তির (autocratic force) বিরুদ্ধে লড়াইয়ে মেঘালয়বাসীর পাশে থাকবে তৃণমূল। মানুষের অধিকারের পক্ষে লড়বে তৃণমূল।'


আর কী বললেন?
২০২৪-র লোকসভা ভোটের আগে তৃণমূল যে উত্তর-পূর্বের রাজ্যগুলিকে পাখির চোখ করেছে, তা এর মধ্যেই স্পষ্ট। অসম ও ত্রিপুরায় সংগঠন বিস্তারের কাজ চলছে জোরকদমে। এবার মেঘালয় সফরে তৃণমূলনেত্রী স্বয়ং। সঙ্গে এসেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকও। এদিন শিলংয়ে এক অনুষ্ঠানে তিনি বলেন, 'বাংলা পারলে, মেঘালয় পারবে না কেন? খাসি-জয়ন্তীয়া-গারো পাহাড় হবে তৃণমূলের তিন ফুল। ২০২৩ হবে মেঘালয়ের পক্ষে গুরুত্বপূর্ণ বছর। দিল্লির উচ্চ মিনারে যাঁরা বসে রয়েছেন, তাঁরা শিক্ষা পাবেন।' দুর্নীতির প্রশ্নেও কটাক্ষ শোনা যায় অভিষেকের কথায়। বলেন, 'যে রাজ্য মেঘের দেশ বলে পরিচিত, সেটি এখন দুর্নীতিগ্রস্তদের লুকনোর জায়গা হয়ে দাঁড়িয়েছে।' ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদের দাবি, 'কনম্যানের অপদার্থ, দুর্নীতিগ্রস্ত সরকারকে সমূলে উপড়ে ফেলার ব্যাপারে নিশ্চিত আমরা।' অভিষেকের দাবি, তৃণমূল একমাত্র দল যা বিজেপির চোখে চোখ রেখে লড়াই করে। 'ওরা আমাদের এজেন্সি দেখিয়ে ভয় পাওয়াতে ব্যর্থ', বলেছেন তৃণমূল নেতা। গত নভেম্বরে অসম-মেঘালয় সীমানায় গুলিযুদ্ধে যে ৫ জনের মৃত্যু হয়েছিল, সেই প্রসঙ্গও তুলে আনেন অভিষেক। বলেন, 'রাজ্যের মুখ্যমন্ত্রী কী করছিলেন?' বার্তা একটাই। বিজেপির বিরুদ্ধে একটি দলই লড়ছে।


আর কী?
আজ, মেঘালয় সফরের দ্বিতীয় দিনে কর্মী সম্মেলনে যোগ দেওয়ার কথা রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়। তার স্টেট সেন্ট্রাল লাইব্রেরির কনভেনশন হলে বক্তৃতা দেন তৃণমূল নেত্রী। আগামী ফেব্রুয়ারিতে মেঘালয়ে বিধানসভা নির্বাচন। তাই তৃণমূল কর্মীদের এখন থেকেই কোমর বেঁধে রাজনীতির ময়দানে নেমে পড়ার বার্তা দেবেন মমতা। আজ কর্মী সম্মেলনে থাকার কথা অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। কর্মী সম্মেলনের আগে, ২২ নভেম্বর মেঘালয়-অসম সীমানা-বিবাদে মৃত ৫ জনের পরিবারের সঙ্গে দেখা করে আর্থিক সাহায্য তুলে দিয়েছেন মুখ্যমন্ত্রী তৃণমূল নেত্রী। কর্মী সম্মেলন শেষে প্রাক্ বড়দিনের উৎসবে যোগ দেবেন তিনি। আগামীকাল কলকাতায় ফেরার কথা তাঁর।


আরও পড়ুন:বিজেপি ক্ষমতায় থাকতে দেশের এক ইঞ্চি জায়গাও কেউ দখল করতে পারবে না : শাহ