অ্যান্টিগা : পিএনবি প্রতারণা মামলায় পলাতক মেহুল চোকসিকে ভারতের হাতে তুলে দেবে না ডমিনিকা সরকার। পরিবর্তে ফের তাকে পাঠানো হবে অ্যান্টিগা-বারবুডায়। যা অত্যন্ত দুর্ভাগ্যজনক বলে মন্তব্য করলেন অ্যান্টিগার প্রধানমন্ত্রী গ্যাস্টন ব্রাউন।


তিন বছর পর ডমিনিকায় গ্রেফতার করা হয়েছে পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (পিএনবি) প্রতারণা মামলায় অভিযুক্ত মেহুল চোকসিকে। তার খবর প্রকাশ্যে আসতেই ফের নড়েচড়ে বসে দিল্লি। সংবাদ সংস্থা এএনআইকে অ্যান্টিগার প্রধানমন্ত্রীর অফিস থেকে জানানো হয়েছে, বেআইনিভাবে প্রবেশ করায় চোকসিকে আটক করার জন্য ডমিনিকা সরকারকে বলেছে অ্যান্টিগা। এমনকী ডমিনিকা থেকে সরাসরি চোকসিকে ভারতে প্রত্যর্পণের কথা বলেছে অ্যান্টিগার প্রধানমন্ত্রীর অফিস।


সেকারণে চোকসিকে হাতে পাওয়ার একটা সম্ভাবনা তৈরি হয় ভারতের। যদিও সেই আশায় জল ঢালে ডমিনিকা সরকার। এবিপি নিউজকে অ্যান্টিগা-বারবুডার প্রধানমন্ত্রী গ্যাস্টন ব্রাউন জানান, তিনি খবরটা পেয়েছেন। এটা খুবই দুর্ভাগ্যজনক সিদ্ধান্ত।যদিও মেহুলের বিষয়ে অন্য কথা বলেছেন তার আইনজীবী মার্শ ওয়েনে। ডমিনিকা থেকে এবিপি নিউজকে তিনি জানান, সকালে মেহুলের সঙ্গে থানায় কথা হয়েছে তাঁর। চোকসির অভিযোগ, তাকে অপহরণ করে ডমিনিকায় নিয়ে আসা হয়েছে। ইতিমধ্যেই এই মামলায় মেহুলের মুক্তি দাবি করেছেন তার আইনজীবী।


সম্প্রতি অ্যান্টিগা-বারবুডা থেকে পালিয়ে যান চোকসি। ইন্টারপোলের ইয়েলো নোটিস থাকার কারণে তাকে গ্রেফতার করে ডমিনিকার পুলিশ। বুধবারই অ্যান্টিগার সংবাদমাধ্যমে এই খবর প্রকাশিত হয়। অ্যান্টিগার প্রধানমন্ত্রী জেস্টন ব্রাউন জানান, চোকসিকে সরাসরি ভারতের হাতে তুলে দিতে বলেছেন তিনি। অ্যান্টিগা নিউজে ব্রাউন বলেছেন, ''আমরা ওদের (ডমিনিকা) চোকসিকে অ্যান্টিগায় পাঠাতে না করেছি। ওকে ভারতে পাঠানো উচিত। সেখানে ওর বিরুদ্ধে ফৌজদারী মামলা রয়েছে।''


১৩,৫০০ কোটি টাকার ঋণ প্রতারণা মামলায় অভিযুক্ত মেহুল চোকসি। পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের এই প্রতারণা মামলায় নাম রয়েছে তার আত্মীয় নীরব মোদিরও। একই প্রতারণা মামলায় অভিযুক্ত নীরব মোদি। বর্তমানে লন্ডনের জেলে রয়েছে তিনি। ২০১৮ সালে দেশ ছেড়ে পালান তারা। অ্যান্টিগার নাগরিকত্ব নেন চোকসি। দু'জনের বিরুদ্ধেই তদন্ত চালাচ্ছে সিবিআই।