মালদা: অবিরাম বৃষ্টিতে জলমগ্ন মালদা মেডিক্যাল কলেজ। জল ঢুকেছে অপারেশন থিয়েটারেও। একতলায় থাকা রোগীদের দোতলায় স্থানান্তর করা হয়েছে। মেডিক্যাল কলেজের অধ্যক্ষের দাবি, সামায়িক কিছু সমস্যা হলেও চিকিৎসা পরিষেবা স্বাভাবিক রয়েছে। 


নিম্নচাপের জেরে দুপুর থেকে অঝোরে বৃষ্টি। জল থইথই মালদা মেডিক্যাল কলেজ চত্বর। অপারেশন থিয়েটার, জরুরি বিভাগ, মেল মেডিক্যাল ওয়ার্ড, সব কিছুই জলের তলায়। চরম দুর্ভোগে পড়েছেন রোগী ও তাঁদের পরিজনরা।


নিম্নচাপের জেরে বৃহস্পতিবার দুপুর ১২টার পর মালদা জেলাজুড়ে শুরু হয় বৃষ্টি। সময় যত এগোতে থাকে, ততই বাড়তে থাকে বৃষ্টির পরিমাণ। আর তাতেই জলবন্দি হয়ে পড়ে মালদা মেডিক্যাল কলেজ হাসপাতাল। পরিস্থিতি বেগতিক বুঝে একতলায় ভর্তি থাকা রোগীদের দোতলায় নিয়ে যাওয়া হয়। 


জল ঢুকে পড়ায় অস্ত্রোপচার বন্ধ করে দেওয়া হয় একতলার অপারেশন থিয়েটারে। এই অবস্থায় মেডিক্যাল কলেজের অধ্যক্ষ জানিয়েছেন, 'প্রবল বৃষ্টির জেরে হাসপাতালের একাংশ জলমগ্ন হয়ে পড়েছে। বৃষ্টি না থামলে সমস্যা মিটবে না। তবে চিকিৎসা পরিষেবায় কোনও ব্যাঘাত ঘটেনি।' এদিকে, প্রবল বৃষ্টিতে ইংরেজবাজারের কয়েকটি ওয়ার্ডও জলমগ্ন হয়ে পড়েছে। 


উল্লেখ্য হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, আজ সারাদিন হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের গাঙ্গেয় উপকূলবর্তী জেলাগুলিতে। কোথাও কোথাও বজ্রবিদ্যুৎসহ ভারী বৃষ্টির আশঙ্কাও রয়েছে।


এই মুহূর্তে ইয়াস রয়েছে ওড়িশা ও ঝাড়খণ্ডের ওপর। গভীর নিম্নচাপটি এ বারে বিহার-উত্তরপ্রদেশের দিকে সরবে বলেই আবহাওয়া দফতর সূত্রে খবর। ইয়াসের অবস্থানের জেরেই আজ পশ্চিমের জেলাগুলিতে ব্যাপক বৃষ্টির হচ্ছে।


ভারী থেকে অতিভারী বৃষ্টি হবেপুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুরে। পুরুলিয়া-বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে ৫০-৭০ কিমি বেগে ঝড় বইতে পারে। মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে মালদা, উত্তর দিনাজপুর, দার্জিলিং, কালিম্পং-সহ উত্তরবঙ্গের জেলাগুলিতে।


যদিও বুধবার ইয়াসের আঁচ এড়িছে কলকাতা। তবে বিক্ষিপ্ত জল জমার পাশাপাশি কিছু ক্ষয়ক্ষতিও হয়েছে। বুধবার রাতে ঝোড়ো হাওয়ার দাপটে নিউ আলিপুরে উপড়ে গিয়েছিল গাছ। বিশাল একটি কদম গাছ উপড়ে পড়ায় ক্ষতিগ্রস্ত হয় পাশের তিনতলা আবাসনের একটি ফ্ল্যাট। একটি দোকানও ক্ষতিগ্রস্ত হয়। বিদ্যুতের তার ছিঁড়ে যায়। বিপর্যয় মোকাবিলা দল, নিউ আলিপুর থানার পুলিশ ও সিইএসসি-র কর্মীদের সঙ্গে নিয়ে সকালে ঘটনাস্থলে যান পুরসভার কর্মীরা। গাছ কেটে রাস্তা পরিষ্কার করা হয়।