আমেরিকার উটা মরুভূমি থেকে হঠাৎ গায়েব আজব ধাতব স্তম্ভ এবার দেখা গেল রোমানিয়ায়, কৌতুহল চরমে
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
01 Dec 2020 03:19 PM (IST)
রিপোর্ট অনুযায়ী, প্রথম এই ধরনের ধাতব স্তম্ভ দেখা যায় আমেরিকার উটা মরুভূমিতে। কিন্তু উধাও হয়ে যায় তা। আবার ইউরোপে দেখা যায় ঠিক একইরকম স্তম্ভ। একইভাবে এই স্তম্ভ দেখা যায় রোমানিয়াতেও।
NEXT
PREV
বুখারেস্ট: বিশ্বজুড়ে চলছে মহামারির ত্রাস। ২০২০ সালে অভাবনীয় ঘটনার সাক্ষী থেকেছে সারা বিশ্ব। এবার মরুভূমিতে দেখা গেল ধাতব স্তম্ভ। প্রথমে এই স্তম্ভ দেখা যায় আমেরিকায়। যা নিয়ে চাঞ্চল্য ছড়ায়। ফের একই ঘটনার পুনরাবৃত্তি হল। আমেরিকা পর এবার মরুভূমিতে ধাতব স্তম্ভ দেখা গেল রোমানিয়াতে। ২৪ ঘণ্টার মধ্য়ে একাধিক জায়গায় এই ধাতব স্তম্ভ দেখা গিয়েছে। আবার তা উধাও হয়ে গিয়েছে।
রিপোর্ট অনুযায়ী, প্রথম এই ধরনের ধাতব স্তম্ভ দেখা যায় আমেরিকার উটা মরুভূমিতে। কিন্তু উধাও হয়ে যায় তা। আবার ইউরোপে দেখা যায় ঠিক একইরকম স্তম্ভ। একইভাবে এই স্তম্ভ দেখা যায় রোমানিয়াতেও। এই স্তম্ভের একদিক কাঁচের মতো লাগছে। অন্যদিকে আছে ধাতব পাত। জানা গিয়েছে এই স্তম্ভে আছে গ্রাফিতিও। অনেকেই মনে করছেন কেউ ওই অঞ্চলে স্তম্ভ রেখে গিয়েছেন।
স্পষ্টতই, এই স্তম্ভ এখন বিশ্বজুড়ে আলোচ্য বিষয় হয়ে উঠেছে। অনেকের ধারণা কোনও শিল্পী এই স্তম্ভ তৈরি করেছেন। স্তম্ভ দেখে একদিকে যেমন অবার হচ্ছেন সবাই, তেমনই নানা জল্পনাও শুরু হয়েছে। এই ঘটনার সঙ্গে অনেকেই ভিন গ্রহের যোগ খুঁজছেন। আশঙ্কা, ভিন গ্রহের প্রাণীরা আসেনি তো? যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে স্পষ্ট করে কিছু জানানো হয়নি। সূত্রের খবর, প্রশাসনের কর্তারা এই স্তম্ভের কাছে গেলেই তা উধাও হয়ে যায়।
বুখারেস্ট: বিশ্বজুড়ে চলছে মহামারির ত্রাস। ২০২০ সালে অভাবনীয় ঘটনার সাক্ষী থেকেছে সারা বিশ্ব। এবার মরুভূমিতে দেখা গেল ধাতব স্তম্ভ। প্রথমে এই স্তম্ভ দেখা যায় আমেরিকায়। যা নিয়ে চাঞ্চল্য ছড়ায়। ফের একই ঘটনার পুনরাবৃত্তি হল। আমেরিকা পর এবার মরুভূমিতে ধাতব স্তম্ভ দেখা গেল রোমানিয়াতে। ২৪ ঘণ্টার মধ্য়ে একাধিক জায়গায় এই ধাতব স্তম্ভ দেখা গিয়েছে। আবার তা উধাও হয়ে গিয়েছে।
রিপোর্ট অনুযায়ী, প্রথম এই ধরনের ধাতব স্তম্ভ দেখা যায় আমেরিকার উটা মরুভূমিতে। কিন্তু উধাও হয়ে যায় তা। আবার ইউরোপে দেখা যায় ঠিক একইরকম স্তম্ভ। একইভাবে এই স্তম্ভ দেখা যায় রোমানিয়াতেও। এই স্তম্ভের একদিক কাঁচের মতো লাগছে। অন্যদিকে আছে ধাতব পাত। জানা গিয়েছে এই স্তম্ভে আছে গ্রাফিতিও। অনেকেই মনে করছেন কেউ ওই অঞ্চলে স্তম্ভ রেখে গিয়েছেন।
স্পষ্টতই, এই স্তম্ভ এখন বিশ্বজুড়ে আলোচ্য বিষয় হয়ে উঠেছে। অনেকের ধারণা কোনও শিল্পী এই স্তম্ভ তৈরি করেছেন। স্তম্ভ দেখে একদিকে যেমন অবার হচ্ছেন সবাই, তেমনই নানা জল্পনাও শুরু হয়েছে। এই ঘটনার সঙ্গে অনেকেই ভিন গ্রহের যোগ খুঁজছেন। আশঙ্কা, ভিন গ্রহের প্রাণীরা আসেনি তো? যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে স্পষ্ট করে কিছু জানানো হয়নি। সূত্রের খবর, প্রশাসনের কর্তারা এই স্তম্ভের কাছে গেলেই তা উধাও হয়ে যায়।
খবর (news) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -