ওয়াশিংটন: সাইবার নিরাপত্তায় বড়সড় গাফিলতির হদিশ পেল মাইক্রোসফট। মার্কিন তথ্যপ্রযুক্তি সংস্থার দাবি, সম্প্রতি তারা জানিয়েছে, প্রায় ৪.৪ কোটি অ্যাকাউন্টের ‘ইউজারনেম’ ও ‘পাসওয়ার্ড’-এর তথ্য ফাঁস হয়েছে। এক মার্কিন সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি ও মার্চের মধ্যে সমস্ত মাইক্রোসফট অ্যাকাউন্ট পরীক্ষা করছিল সংস্থার রিসার্চ টিম। নিজেদের অ্যাকাউন্টের সঙ্গে বিশ্বব্যাপী ফাঁস হওয়া প্রায় ৩০০ কোটি অ্যাকাউন্টের তথ্য মেলাতে গিয়েই গোটা বিষয়টি নজরে আসে। এরপরই, ওই অ্যাকাউন্টগুলিতে ‘পাসওয়ার্ড রিসেট’ করার প্রক্রিয়া শুরু করেছে মাইক্রোসফট।