ওয়াশিংটন: এবার নেক্সট জেনারেশন উইন্ডোজ অপারেটিং সিস্টেম আনতে চলেছে মাইক্রোসফট। শীঘ্রই বাজারে আসতে পারে জনপ্রিয় এই  অপারেটিং সিস্টেম। নিজেই সেই ইঙ্গিত দিয়েছেন মাইক্রোসফটের সিইও সত্য নাদেলা।


সম্প্রতি ভার্চুয়াল ডেভেলপার কনফারেন্সে নাদেলা বলেন, ''শীঘ্রই উইন্ডোজে গত দশকের গুরুত্বপূর্ণ একটা আপডেট আনব আমরা। এই নতুন আপডেটের ফলে ডেভেলপারস ও ক্রিয়েটরদের জন্য আর্থিক সুযোগের ক্ষেত্র তৈরি হবে। আমি নিজে গত কয়েকমাস ধরে এই প্রোজেক্টে কাজ করছি। আগামী জেনারেশনের উইন্ডোজ নিয়ে আমি সত্যিই উৎসাহী।''


টেক সাইটগুলোর মতে, কিছু মাস ধরে নতুন একটা অ্যাপ স্টোরের ওপর কাজ করছে মাইক্রোসফট। মনে করা হচ্ছে, নতুন জেনারেশন উইন্ডোজে ইউজার ইন্টারফেসে বড়সড় পরিবর্তন আনতে চলেছে সত্য নাদেলা অ্যান্ড কোম্পানি। শোনা যাচ্ছে, এবার থার্ড পার্টি কমার্স প্লাটফর্মস অ্যাপে নিয়ে আসতে পারে মাইক্রোসফট। তাই উইন্ডোজ স্টোরে গুগল ক্রোমের মতো অ্যাপও সাবমিট করতে পারবেন ইউজার।


টেক ব্লগারদের মতে, এবার উইন্ডোজ ব্র্যান্ডিং থেকে বেরোতে পারে মাইক্রোসফট। একেবারে সরাসরি ইউজার ইন্টারফেসের নামেই চলতে পারে ব্র্যান্ডিং। সেক্ষেত্রে নতুন করে উইন্ডোজ ১০ কথাটা আর ব্যবহার নাও করতে পারে টিম মাইক্রোসফট। সম্প্রতি কোম্পানির সিইও সত্য নাদেলার একটি উক্তিতে এই জল্পনা আরও হাওয়া পেয়েছে। যেখানে তিনি বলেন, ''আমরা নেক্সট জেনারেশন অফ উইন্ডোজ-এ আরও আকর্ষনীয় কিছু নিয়ে আসছি।''


টেক সাইট ভার্জ-এর মতে, মাইক্রোসফট বেসিক অপারেটিং সিস্টেমে কিছু পরিবর্তন আনতে চলেছে। কিছু অ্যাপ ছাড়াও ব্লু টুথ অডিও সাপোর্ট আরও ভালো করতে চাইছে কোম্পানি। উইন্ডোজের পরবর্তী জেনারেশনেও এই আপডেট দেখতে পারেন গ্রাহকরা। বিশ্বের সফটওয়্যার অপারেটিং মার্কেটে এখনও দাপিয়ে বেড়াচ্ছে উইন্ডোজ। অ্যাপলের সিকিউরিটি ভালো হলেও এখনও জনপ্রিয়তায় অনেক এগিয়ে উইন্ডোজ। সহজ ইউজার ইন্টারফেস হওয়ায় গ্রাহক সহজেই এই অপারেটিং সিস্টেমের সঙ্গে মানিয়ে নিতে পারে। যা অন্যান্য অপারেটিং সিস্টেমে অতটা সহজে সম্ভব হয় না।