সাইকেলে করে ফিরছিলেন বাড়িতে, উত্তর প্রদেশে পথেই প্রাণ হারালেন বিহারের শ্রমিক
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 02 May 2020 07:50 PM (IST)
ধর্মবীরের মৃত্যুর কারণ এখনও জানা যায়নি। তাঁর শারীরিক নমুনা করোনা পরীক্ষায় জন্য পাঠানো হয়েছে লখনউয়ের হাসপাতালে।
পটনা: দিল্লি থেকে বিহারের খাগাড়িয়া জেলার গ্রামে ফেরার সময় পথেই প্রাণ হারালেন ২৮ বছরের এক যুবক। তাঁর নাম ধর্মবীর কুমার, দিল্লিতে শ্রমিকের কাজ করতেন তিনি। আরও ৬ পরিযায়ী শ্রমিকের সঙ্গে সাইকেলে বাড়ি ফিরছিলেন ধর্মবীর, উত্তর প্রদেশের সাহারানপুর জেলায় তাঁর মৃত্যু হয়। ধর্মবীরের মৃত্যুর কারণ এখনও জানা যায়নি। তাঁর শারীরিক নমুনা করোনা পরীক্ষায় জন্য পাঠানো হয়েছে লখনউয়ের হাসপাতালে। পুলিশ জানিয়েছে, দিল্লি-বেরিলি হাইওয়ের ওপর টোল প্লাজার কাছে ওই শ্রমিকের মৃত্যু হয়। দিল্লি থেকে সাইকেল চালিয়ে এসে রাতে ওখানে বিশ্রাম নিচ্ছিলেন তাঁরা। শুক্রবার সকালে ৭ জনের মধ্যে একজন আর ওঠেননি। তখন তাঁরা পুলিশে খবর দেন। ধর্মবীরের নমুনা পাঠানো হয়েছে হাসপাতালে, বাকি ৬ জনকে জেলা হাসপাতালে কোয়ারান্টাইন করা হয়েছে। ধর্মবীরের দেহ রয়েছে জেলা হাসপাতালের মর্গে।