শ্রীনগর: জম্মু ও কাশ্মীরে ফের সন্ত্রাসবাদী নাশকতা। পুলওয়ামায় নিরাপত্তাবাহিনীর জওয়ানদের টার্গেট করে তাদের ছোঁড়া গ্রেনেড লক্ষ্যভ্রষ্ট হয়ে রাস্তায় পড়ে ফেটে যায় বুধবার সন্ধ্যায়। জখম হন অন্তত ১২ জন সাধারণ নাগরিক। পুলওয়ামার কাকপোরা এলাকায় এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ। গ্রেনেডের স্প্লিনার ছিটকে আঘাত করে তাঁদের। সবাইকে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে এক পুলিশকর্তাকে উদ্ধৃত করে জানিয়েছে সংবাদ সংস্থা। এলাকাটি ঘিরে ফেলে হামলাকারীদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে।
চলতি সপ্তাহের গোড়ায় একটি সাত বছরের ছেলে সহ অন্তত চারজন নাগরিক কাশ্মীরে নিয়ন্ত্রণ রেখা বরাবর পাকিস্তানের যুদ্ধবিরতি ভেঙে বিনা প্ররোচনায় হামলায় নিহত হন। চারজন সেনা ও এক বিএসএফ জওয়ানও প্রাণ হারান। পাল্টা ভারতীয় সেনাবাহিনীর গুলিতে ৬ থেকে ৮ জন পাকিস্তানি সেনাও নিহত হয় বলে খবর।