কলকাতা: আন্তর্জাতিক কলকাতা বইমেলা স্থগিত করেছে পাবলিশার্স এন্ড বুক সেলার্স গিল্ড। তাই মন খারাপ বইপ্রেমী থেকে প্রকাশকদের। এই আবহে এবার বইপ্রেমীদের মুখে হাসি ফোটাতে এগিয়ে এলেন প্রকাশকরা। উত্তর কলকাতায় এবার ‘মিনি বুক ফেয়ার’ -এর আয়োজন করছে কলেজ স্ট্রিটের প্রকাশকদের একাংশ। আমহার্স্ট স্ট্রিটের হৃষিকেশ পার্কে চলতি মাসের ২৮ থেকে ৩১ তারিখ পর্যন্ত এই মেলা হবে।
ওয়েস্ট বেঙ্গল পাবলিশার্স কো-অর্ডিনেশেন কমিটির ব্যানারে এই মেলার আয়োজন করা হয়েছে। প্রকাশকদের বক্তব্য তাঁদের আয়ের অন্যতম প্রধান উৎস বইমেলা। কিন্তু আন্তর্জাতিক কলকাতা বইমেলা স্থগিত হয়ে যাওয়ায় সমস্যা পড়েছেন তাঁরা। কমিটির পক্ষ থেকে বলা হয়, এই বইমেলা আকারে অনেকটাই ছোট। কিন্তু উদ্যোক্তাদের মুখে হাসি ফোটানোর জন্য যথেষ্ট। ইতিমধ্যেই কলকাতা পুরসভা, পুলিশ এবং দমকলের অনুমতি পেয়েছেন উদ্যোক্তারা।
প্রকাশকদের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন গিল্ড প্রেসিডেন্ট ত্রিদিব চট্টোপাধ্যায়। তিনি বলেন, খুব ভাল উদ্যোগ ৷ এই ধরণের মেলা যত বেশি হবে ততোই ভাল ৷ এই মেলা হয়তো গিল্ড আয়োজন করছে না ৷ কিন্তু যারাই করছেন, তা ভাল উদ্যোগ ৷ এর আগেও কলকাতার বহু জায়গায় এমন ছোট করে বইয়ের মেলা হয়েছে ৷ বিভিন্ন জেলাতেও হয়েছে ৷ যত বেশি মেলা হবে, বইপ্রেমীদের জন্য তা ততোই ভাল ৷ এ বছর লন্ডন, মস্কো, প্যারিসের মতো বিভিন্ন শহরের আন্তর্জাতিক বইমেলা এভাবেই পিছিয়ে গিয়েছে ৷ যখনই পরিস্থিতির উন্নতি হবে, আমরা কলকাতা বইমেলা আয়োজন করব ৷ আন্তর্জাতিক বিমান পরিষেবা চালু না হলে বাংলাদেশ, ব্রিটেন বা অন্য যে কোনও দেশ থেকেই বিশিষ্ট ব্যক্তিদের আসা সম্ভব নয় ৷ তাই পরিস্থিতির উন্নতি হলেই আমরা দারুণভাবে মেলার আয়োজন করব, যেমন প্রতিবছর হয়ে থাকে৷
উত্তর কলকাতায় এবার ‘মিনি বুক ফেয়ার,’ বইপ্রেমীদের মুখে হাসি ফোটাতে উদ্যোগ প্রকাশকদের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
16 Jan 2021 02:43 PM (IST)
ওয়েস্ট বেঙ্গল পাবলিশার্স কো-অর্ডিনেশেন কমিটির ব্যানারে এই মেলার আয়োজন করা হয়েছে। প্রকাশকদের বক্তব্য তাঁদের আয়ের অন্যতম প্রধান উৎস বইমেলা। কিন্তু আন্তর্জাতিক কলকাতা বইমেলা স্থগিত হয়ে যাওয়ায় সমস্যা পড়েছেন তাঁরা।
NEXT
PREV
খবর (news) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -