ব্রিসবেন: বৃষ্টি ও ভেজা আউটফিল্ডের জন্য ব্রিসবেন টেস্টের দ্বিতীয় দিনের খেলা  ভেস্তে গেল। ম্যাচ বন্ধ হওয়ার সময় ভারতের রান  ২ উইকেটে ৬২।চার ম্যাচের সিরিজে গাব্বায় এই  নির্নায়ক ম্যাচে অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসে তুলেছে ৩৬৯ রানে শেষ হয়। দ্বিতীয় দিন চা-পানের বিরতির সময় বৃষ্টি শুরু হয়। ফলে চা-পানের পরবর্তী পর্বের খেলা শুরু হতে দেরি হয়। বিরতির সময় ভারী বর্ষণে আউটফিল্ড সম্পূর্ণ ভিজে যায়।  আম্পায়াররা দুবার পিচ পর্যবেক্ষণের পর দিনের মতো খেলার সমাপ্তি ঘোষণা করেন। ফলে শেষ সেশনে একটি বলও খেলা সম্ভব হয়নি। চেতেশ্বর পূজারা ৮ ও অধিনায়ক আজিঙ্কা রাহানে ২ রানে ক্রিজে রয়েছেন।


প্রথম ইনিংসে শুরুতেই ধাক্কা খায় ভারত। ম্যাচে তাঁর দ্বিতীয় বলেই শুভমান গিলকে আউট করেন প্যাট কামিন্স। ৭ রান করে  দ্বিতীয় স্লিপে স্টিভ স্মিথের হাতে ক্যাচ তুলে আউট হয়ে যান গিল। তিন নম্বরে নামা পূজারাকে সঙ্গে নিয়ে ভারতের স্কোর ১১ থেকে ৬০ রানে পৌঁছে দেন। কিন্তু এরপরই নাথন লায়নের শিকার হয়ে প্যাভিলয়নে ফেরেন রোহিত (৪৪)।  মিচেল স্টার্কের হাতে ক্যাচ তুলে আউট হন তিনি।

এর আগে দুরন্ত বোলিং করে ভারতের অনভিজ্ঞ বোলিং লাইনআপ। দ্বিতীয় দিন লাঞ্চের আগেই  ৩৬৯ রানে ভারত গুটিয়ে দেয় অস্ট্রেলিয়ার ইনিংস। টি নটরাজন ৭৮ রানে ৩ উইকেট নিয়েছেন। বাঁহাতি পেসার হিসেবে ভারতের হয়ে অভিষেকে এটাই দ্বিতীয় সেরা পারফরম্যান্স। অভিষেকে ওয়াশিংটন সুন্দরও অভিষেকে ৮৯ রানে তিন উইকেট নিয়েছেন।কেরিয়ারের দ্বিতীয় টেস্টে শার্দূল ঠাকুর ৯৪ রানে নিয়েছেন তিন উইকেট।

ষষ্ঠ উইকেটে টিম পেইন (৫০) ও ক্যামেরন গ্রিন (৪৭) ৯৮ রান যোগ করেন। এরপরই ভারত পরপর তিন উইকেট তুলে নেয়। অস্ট্রেলিয়ার রান দাঁড়ায় ৮ উইকেটে ৩১৫। হাফসেঞ্চুরির পর পেইন ঠাকুরের বলে রোহিতের হাতে ক্যাচ দিয়ে আউট হন তিনি। পরের ওভারেই সুন্দর তুলে নেন গ্রিনকে। এরপ ঠাকুর কামিন্সকে এলবিডব্লু আউট করেন।

১০০ তম টেস্ট খেলতে নেমে নায়ন ২২ বলে ২৪ রান করে দলের স্কোর ৩৫০ পার করতে সাহায্য করেন। তাঁকে আউট করেন সুন্দর। এরপর হ্যাজেলউডকে তুলে নিয়ে অজি ইনিংসে দাঁড়ি টেনে দেন নটরাজন। হ্যাজেলউড করেন ১১ রান। স্টার্ক ২০ রানে অপরাজিত থেকে যান।

তৃতীয় দিনের খেলা তাড়াতাড়ি শুরু হবে বলে জানা গেছে।