নয়াদিল্লি : এক্স হ্যান্ডেলের দাবি নস্যাৎ ভারত সরকারের। এই মাইক্রোব্লগিং প্ল্যাটফর্ম দাবি করেছিল যে, কেন্দ্রীয় বৈদ্যুতিন ও তথ্যপ্রযুক্তি মন্ত্রক গত ৩ জুলাই আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স এবং রয়টার্স ওয়ার্ল্ড-সহ ২,৩৫৫টি অ্যাকাউন্টকে ব্লক করার নির্দেশ জারি করেছিল। এনিয়ে উভয়পক্ষ নিজেদের পক্ষে যুক্তি-পাল্টা যুক্তি দিয়েছে। 

MeitY-র এক মুখপাত্র সংবাদ সংস্থা ANI-কে জানিয়েছেন, যে মুহূর্তে ভারতে সংশ্লিষ্ট সংবাদ সংস্থার হ্যান্ডেল ব্লক হয়েছে, তার সঙ্গে সঙ্গেই তা আন-ব্লক করতে বলা হয়েছে। যদিও "এই প্রক্রিয়ার সঙ্গে জড়িত প্রযুক্তিগত বিষয়গুলিকে অপ্রয়োজনীয়ভাবে কাজে লাগানো হয়েছে এবং URL গুলি আনব্লক করা হয়নি", বলে অভিযোগ করেন ওই মুখপাত্র। 

তাঁর সংযোজন, "৩ জুলাই নতুন করে ব্লক করার কোনও নির্দেশ সরকার জারি করেনি। রয়টার্স এবং রয়টার্স ওয়ার্ল্ড-সহ কোনও নামী সংবাদ চ্যানেলকে ব্লক করার কোনও ইচ্ছা নেই। যে মুহূর্তে ভারতে এক্স হ্যান্ডেলে রয়টার্স এবং রয়টার্স ওয়ার্ল্ডকে ব্লক করা হয়েছে, সঙ্গে সঙ্গে এক্স হ্যান্ডেলকে তা আনব্লক করার জন্য লিখেছে সরকার। ৫ জুলাই রাত থেকে এনিয়ে ক্রমাগত এক্স-এর পিছনে পড়েছিল সরকার। কিন্তু, 'X' হ্যান্ডেল প্রক্রিয়াটির সঙ্গে জড়িত প্রযুক্তিগত ত্রুটিগুলিকে অপ্রয়োজনীয়ভাবে কাজে লাগিয়েছে এবং URL গুলি আনব্লক করেনি। যদিও, এনিয়ে ঘণ্টার পর ঘণ্টা লেগে থাকার পর, এক্স শেষমেশ রয়টার্স এবং অন্যান্য URL গুলিকে ৬ জুলাই রাত ৯টার পর আনব্লক করে দেয়। রয়টার্সকে আনব্লক করতে ২১ ঘণ্টার বেশি সময় নিয়েছে ওরা।"

 

ভারতে রয়টার্সের অ্যাকাউন্ট ব্লক করার পর, "প্রেস সেন্সরশিপ"-এর কথা বলে সরকারের সমালোচনা করেছিল এক্স। এদিকে এর আগে সরকারও ভারতে সংবাদ সংস্থার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট অফলাইনে যাওয়ার ক্ষেত্রে কোনও ভূমিকার কথা অস্বীকার করেছিল। যদিও এক্স-এর দাবি ছিল, ৩ জুলাই সরকার রয়টার্স-সহ ২,৩৫৫টি অ্যাকাউন্ট ব্লক করার নির্দেশ দিয়েছিল। "যুক্তি না দেখিয়ে এক ঘণ্টার মধ্যে" তা ব্লক করতে বলা হয়েছিল বলে দাবি করে মাইক্রোব্লগিং প্ল্যাটফর্ম। এক্স-এর বক্তব্য, এক্ষেত্রে নির্দেশ মানা ছাড়া তাদের কিছু করার ছিল না। কারণ, তারা নির্দেশ না মানলে জরিমানার মুখে পড়তে হত। এই পরিস্থিতিতে কোম্পানির তরফে আরও বলা হয়েছে, ভারতে যাদের অ্যাকাউন্ট ব্লক করা হয়েছে তারা এর প্রতিকার খুঁজতে কোর্টের দ্বারস্থ হোক। 

আজই এক্স-এর গ্লোবাল গভর্নমেন্ট অ্যাফেয়ার্স টিম একটি পোস্টে লিখেছে, "৩ জুলাই, ২০২৫ তারিখে, ভারত সরকার X-কে আইটি আইনের ধারা ৬৯এ-এর অধীনে ভারতে ২,৩৫৫টি অ্যাকাউন্ট ব্লক করার নির্দেশ দেয়, যার মধ্যে রয়টার্স এবং রয়টার্স ওয়ার্ল্ডের মতো আন্তর্জাতিক সংবাদমাধ্যমও অন্তর্ভুক্ত ছিল। অমান্য করলে ফৌজদারি দায়বদ্ধতার ঝুঁকি ছিল। বৈদ্যুতিন ও তথ্যপ্রযুক্তি মন্ত্রক কোনও যুক্তি না দেখিয়ে এক ঘণ্টার মধ্যে তাৎক্ষণিক পদক্ষেপ নেওয়ার কথা বলে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অ্যাকাউন্টগুলি ব্লক রাখার নির্দেশ দেয়। জনসাধারণের প্রতিবাদের পর, সরকার এক্স-কে রয়টার্স এবং রয়টার্স ওয়ার্ল্ডকে আনব্লক করার অনুরোধ জানিয়েছে। এই ব্লকিং আদেশের কারণে ভারতে চলতে থাকা প্রেস সেন্সরশিপ নিয়ে আমরা গভীরভাবে উদ্বিগ্ন। X সমস্ত আইনি বিকল্প খতিয়ে দেখছে। যেসব ব্যবহারকারীর এই নির্দেশের ফলে ক্ষতি হয়েছে তাঁদের অনুরোধ, আদালতে আইনি প্রক্রিয়ায় এর প্রতিকার খুঁজতে।"