নন এসি মেল ও এক্সপ্রেস ট্রেনের ভাড়া বাড়ছে কিলোমিটার পিছু ২ পয়সা। এসিতে ভাড়া বাড়ছে কিলোমিটারে ৪ পয়সা করে।। লোকাল ট্রেনের ভাড়া না বাড়লেও সাধারণ নন এসি, নন সাবার্বান ট্রেনের ভাড়া কিলোমিটারে ১ পয়সা করে বাড়বে। জানিয়েছে রেল কর্তৃপক্ষ।
রেলওয়ে বোর্ডের চেয়ারম্যান বিনোদকুমার যাদব বলেছেন, যাত্রীভাড়া ও মালপত্রের ভাড়া বাড়ানোর ব্যাপারে কেন্দ্র কোনও সিদ্ধান্ত নেয়নি। কিন্তু ভাড়া বাস্তবোচিত করার জন্য এই সিদ্ধান্ত প্রয়োজন ছিল। ট্রেন কোচের আধুনিকীকরণ ও স্টেশনগুলিতে উন্নততর সুযোগসুবিধে পৌঁছে দেওয়ার জন্য ভাড়াবৃদ্ধি জরুরি।
শেষবার ট্রেনের ভাড়া বাড়ে ২০১৪-১৫ সালে। রেল কর্তৃপক্ষ জানিয়েছে, যাত্রী স্বাচ্ছন্দ্য ও সুযোগসুবিধে বাড়ানোর জন্য ভাড়া সামান্য বাড়ানোর দরকার ছিল। তবে এর ফলে কোনও শ্রেণিরই যাত্রীদের বিশেষ সমস্যা হবে না বলে আশাপ্রকাশ করেছে তারা। রিজার্ভেশন ফি, সুপারফাস্ট চার্জ ও যে সব টিকিট ইতিমধ্যেই বুকড, সেগুলির ক্ষেত্রে প্রযোজ্য হবে না নতুন ভাড়া।
শতাব্দী এক্সপ্রেস, দুরন্ত এক্সপ্রেস, বন্দে ভারত, তেজস, হামসফর ও রাজধানী এক্সপ্রেস সহ দেশের প্রথম সারির ট্রেনগুলির ক্ষেত্রেও নয়া ভাড়া প্রযোজ্য হবে। দিল্লি-কলকাতা রাজধানী যায় ১,৪৪৭ কিলোমিটার, প্রতি কিলোমিটারে ৪ পয়সা করে ভাড়া বাড়লে এখন থেকে অতিরিক্ত গুণতে হবে ৫৮ টাকার মত।