বন দফতরের কাছে খবর ছিল, যমুনার তীরেই কোথাও আছে লক্ষ্মী। সেই অনুযায়ী পুলিশকেও সতর্ক করা হয়। জানা গেছে, লক্ষ্মীর মাহুতকে আটক করা হয়েছে। লক্ষ্মীও এখন নিরাপদে। তাকে স্নান করানো হয়েছে। দেওয়া হয়েছে খাবার-দাবারও। দিল্লির কমিশনার অফ পুলিশের অফিস থেকে অনতিদূরেই এখন আছে সেই হাতিটি। সাকারপুরের একটি পরিবারের হাতি লক্ষ্মী। তারা হাতিটির সঠিক যত্ন ও বাসস্থান তৈরিতে অপারগ হওয়ায় বন দফতর হাতিটিকে নিজেদের হেফাজতে নেওয়ার নোটিস দেয়। তখন, হাতির মালিক, আদালতের দ্বারস্থ হয়ে বলেন, যতক্ষণ না লক্ষ্মীর থাকার জন্য কোনও ভাল ব্যবস্থা হচ্ছে, ততদিন বন দফতর তাদের থেকে হাতিটিকে যেন না নিতে পারে। এরই মধ্যে লক্ষ্মীকে হরিয়ানার সংরক্ষিত এলাকায় রাখার অনুমতি পায় বন দফতর। গত ৬ জুলাই বন দফতর হাতির সন্ধানে সেই বাড়িতে গেলে আক্রান্ত হয়। তারপর থেকেই চলছে লক্ষ্মীর খোঁজ। দু'মাস পর যমুনার তীর থেকে খোঁজ মিলল হারানো হাতি লক্ষ্মীর
Web Desk, ABP Ananda | 18 Sep 2019 01:05 PM (IST)
লক্ষ্মীও এখন নিরাপদে। তাকে স্নান করানো হয়েছে। দেওয়া হয়েছে খাবার-দাবারও। দিল্লির কমিশনার অফ পুলিশের অফিস থেকে অনতিদূরেই এখন আছে সেই হাতিটি।
ছবি সৌজন্যে ট্যুইটার
নয়াদিল্লি: অবশেষে খোঁজ মিলল হারানো লক্ষ্মীর। মাস দুই আগে থেকে খোঁজ মিলছিল না ৪৭ বছরের হাতি লক্ষ্মীর। তার খোঁজে দেশ জুড়ে সতর্কতা জারি করা হয়। অবশেষে তাকে পাওয়া গেল রাজধানী থেকে মাত্র ৩ কিলেমিটার দূরে যমুনা নদীর কাছ থেকে। যমুনা পুস্তা অঞ্চল থেকে লক্ষ্মী ও তাঁর মাহুত সাদ্দামকে আটক করে দিল্লি পুলিশ, খবর বন দফতর সূত্রে। বন দফতরের এক আধিকারিক জানিয়েছেন, তন্ন তন্ন করে চলছিল হাতিটির খোঁজ। ১২ জন আধিকারিককে নিয়ে ৩টি টিমও তৈরি করেছিল বন দফতর। এলাকা জুড়ে চিরুনি তল্লাশি চালিয়ে অবশেষে যমুনার তীর থেকে পাওয়া যায় লক্ষ্মীকে।