সম্প্রতি ভারতীয় সেনার প্রকাশিত এক ভিডিওয় দেখা গেছে, ১২-১৩ সেপ্টেম্বর গভীর রাতে পাক অধিকৃত কাশ্মীরের হাজিপুর সেক্টর দিয়ে সীমান্ত পেরিয়ে এদেশে ঢোকার চেষ্টা চালাচ্ছে ব্যাট। এই ভিডিওর মাধ্যমেই স্পষ্ট, কীভাবে প্রতিমুহূর্তে ভারতে সন্ত্রাসবাদী ঢোকানোর চেষ্টা করছে পাকিস্তান।
ওই ভিডিওতে ভারতীয় সেনাকে পাকিস্তানের স্পেশ্যাল সার্ভিস গ্রুপের (এসএসজি) উপর গ্রেনেড ছুড়তে দেখা গেছে।
এর আগে, ১০-১১ সেপ্টেম্বর, পাক অধিকৃত কাশ্মীরের হাজিপুর সেক্টরে ভারতীয় সেনা পাকিস্তানের পঞ্জাব রেজিমেন্টের এক সেনাকে খতম করে। ওই একই দিক দিয়ে বারবার অনুপ্রবেশের চেষ্টা চালাচ্ছে ব্যাট।
সেনা সূত্রে খবর, গত মাসে ভারতীয় সেনা ১৫টি অনুপ্রবেশের চেষ্টা প্রতিহত করে। ৩ অগাস্ট কেরান সেক্টরে লাইন অফ কন্ট্রোলে ব্যাটের আক্রমণ প্রতিরোধ করা হয়। গুলির লড়াইয়ে খতম হয় ৫ অনুপ্রবেশকারী। সেই ভিডিও-ও ভারতীয় সেনার তরফে প্রকাশ করা হয়।