নয়াদিল্লি: গত সাত মাসে এই প্রথমবার মিজোরামে করোনা ভাইরাস আক্রান্ত হয়ে কারও মৃত্যু হল। সরকার প্রকাশিত তথ্য অনুযায়ী, মিজোরামে প্রথম কোভিড পজিটিভ কেসের সন্ধান মেলে গত ২৪ মার্চ। আর তার ঠিক ২১৮ দিন পর, গত বুধবার, উত্তর-পূর্ব ভারতের এই রাজ্যে কেউ করোনায় মারা গেলেন। জানা গিয়েছে, মৃতের বাড়ি আইজলে। তাঁর করোনা ধরা পড়েছিল গত ১৯ অক্টোবর । তিনি জোরাম মেডিক্যাল কলেজ হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটে ভর্তি ছিলেন দশ দিন।
মিজোরামের কোভিড-১৯ নোডাল অফিসার ডাক্তার লালমালসৌমা পাচুউ এদিন বলেন, ‘রোগীর মৃত্যুতে ভাইরাস সংক্রমণ একটা ফ্যাক্টর হিসেব কাজ করেছে বলে মনে করা হচ্ছে। রাজ্যের এই নোডাল অফিসার জানান, কোভিডে মৃত এই ব্যক্তির হাইপারটেনশন, ডায়াবেটিসের মতো কোমর্বিডিটিস ছিল। সেসবের চিকিত্সাও চলছিল। আমরা আশায় ছিলাম, ওই ব্যক্তি সুস্থ হয়ে উঠবেন। কিন্তু, বুধবার বেলায় তিনি অকস্মাত্ মারা যান। স্থানীয় কবরস্থানে তাঁকে সমাহিত করা হয়।‘
রাজ্যের একটি সূত্রে খবর, গত দু-সপ্তাহ ধরে উপসর্গযুক্ত কোভিড কেস ধরা পড়ছে মিজোরামে। তার আগে পর্যন্ত আক্রান্তদের অধিকাংশই ছিলেন উপসর্গহীন। সংক্রমণের শুরুর দিকে মিজোরামে কর্তব্যরত সেনা, আধাসেনার জওয়ানদের মধ্যে পজিটিভ কেস ধরা পড়ছিল। এখনও সাধারণ মানুষের মধ্যে সংক্রমণ বাড়ছে।করোনার এই সংক্রমণের কারণেই মঙ্গলবার থেকে আইজলে এক সপ্তাহের জন্য নতুন করে লকডাউন শুরু হয়েছে। ২৮ অক্টোবর পর্যন্ত মিজোরামে ২,৬০৭টি করোনা পজিটিভ ধরা পড়েছে। ২,২৩৩ জন আক্রান্ত সুস্থও হয়ে উঠেছেন। রাজ্যে এই মুহূর্তে করোনা আক্রান্ত ৩৭৪ জন। পজিটিভিটির হার ২.৫ শতাংশ।
সাত মাস আগে মিজোরামে প্রথমবার কারও করোনা ধরা পড়েছিল। আক্রান্ত উচ্চতর পড়াশোনার জন্য আমস্টারডামে ছিলেন। করোনা সংকটের মধ্যে নিজের রাজ্যে ফিরে আসেন। দেশে ফেরার পর কোভিড টেস্ট করালে, ওই ছাত্রের রিপোর্ট পজিটিভ আসে।আমস্টারডাম থেকে ফেরা ওই ছাত্রই রাজ্যের প্রথম করোনা আক্রান্ত।দেরিতে হলেও মিজোরামে ধীরে ধীরে মাথাচাড়া দিচ্ছে কোভিড সংক্রমণ। আইজলে গত মঙ্গলবার থেকে লকডাউনও শুরু হয়েছে। এই মুহূর্তে রাজ্যে আক্রান্ত ২,২৩৩ জন। তবে, করোনায় রাজ্যে প্রথম কেউ মারা গিয়েছেন বুধবারই।
করোনায় প্রথমবার মৃত্যু মিজোরামে, এক সপ্তাহ লকডাউন
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
29 Oct 2020 10:50 AM (IST)
রাজ্যে এই মুহূর্তে করোনা আক্রান্ত ৩৭৪ জন। পজিটিভিটির হার ২.৫ শতাংশ।
NEXT
PREV
খবর (news) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -