#বাজেটের পর শেয়ার বাজারে উত্থান। সেনসেক্স ২১৪.৭৪ পয়েন্ট বেড়ে ৩৬,৪৬৯.৪৩। নিফটি ৬২.৭০ পয়েন্ট বেড়ে ১০,৮৯৩.৬৫।


#বাজেটের দিনই অবশ্য মার্কিন ডলারের তুলনায় টাকার দাম ১৭ পয়সা হয়ে হয়েছে ৭১.২৫। সাধারণ নির্বাচনের আগে শেষ বাজেটে জনমুখী ঘোষণার পরিপ্রেক্ষিতেই টাকার দাম কমেছে।

#অন্যদিকে, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অন্তর্বর্তী বাজেটকে মূল্যহীন বলে মন্তব্য করেছেন। মমতার প্রশ্ন, মেয়াদ শেষের বছরে কীভাবে পূর্ণাঙ্গ বাজেট পেশ করল মোদি সরকার? তাঁর অভিযোগ, কৃষকদের সঙ্গে প্রতারণা করেছে সরকার।

#প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, অন্তর্বর্তী বাজেটে সমাজের সমস্ত শ্রেণীর কথা মাথায় রাখা হয়েছে এবং প্রত্যেককে অন্তর্ভূক্ত করা হয়েছে। লোকসভা ভোটের পর ভারতের সম্বৃদ্ধি কোনও পথে যাবে তার মাত্র একটা ‘ট্রেলার’ অন্তর্বর্তী বাজেটে দেখা গেল বলে মন্তব্য করেছেন মোদি।
মোদি বলেছেন, ১২ কোটি কৃষক, তিন কোটি মধ্যবিত্ত পরিবার, ৩০ থেকে ৪০ কোটি অংসগঠিত ক্ষেত্রে কর্মরত মানুষ এই বাজেট থেকে উপকৃত হবেন। তাঁর সরকারের প্রচেষ্টায় দারিদ্র নজিরবিহীনভাবে হ্রাস পেয়েছে বলেও দাবি করেছেন মোদি।

#কেন্দ্রের বাজেটকে স্বাগত জানিয়েছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। ট্যুইটারে তিনি লিখেছেন, বিনিয়োগ দেখাতে পারলে সাড়ে ৬ লক্ষ টাকা পর্যন্ত আয়কর ছাড়। ঐতিহাসিক এই সিদ্ধান্তের জন্য মোদি সরকারকে ধন্যবাদ। এর ফলে শুধু মধ্যবিত্তরাই উপকৃত হবেন তা নয়, দেশের উন্নতিরও সহায়ক হবে।

# স্ট্যান্ডার্ড ডিডাকশন ৪০ হাজার থেকে বেড়ে ৫০ হাজার, ব্যাঙ্ক-ডাকঘর থেকে বার্ষিক ৪০ হাজার পর্যন্ত সুদ করমুক্ত, মহিলা ও পেনশনভোগীরা পাবেন এই সুবিধা

# আয়কর ছাড়ের ঊর্ধ্বসীমা আড়াইলাখ থেকে বেড়ে হল পাঁচলক্ষ টাকা, সাড়ে ৬ লক্ষ টাকা পর্যন্ত আয়কারীকে দিতে হবে না আয়কর, দেড় লক্ষ টাকা বিনিয়োগ করলে এই আয় করমুক্ত

# ইলেকট্রিক গাড়ি বেশি মাত্রায় চালুর উদ্যোগ, এর ফলে বিদেশ থেকে তেল-গ্যাস আমদানি করতে হবে না

# ‘নতুন বাড়ি যাঁরা কিনবেন, ভবিষ্যতে তাঁদের উপর ঋণের চাপ কমাতে উদ্যোগ, এ নিয়ে চিন্তা ভাবনা করছে জিএসটি কাউন্সিল’

# দেশ থেকে কালো টাকা বিলুপ্ত করা লক্ষ্য

# ‘ আগামি ৫ বছরে ১ লক্ষ ডিজিটাল গ্রাম তৈরি হবে, প্রত্যক্ষ করদান ব্যবস্থাকে আরও সহজ করা হয়েছে, ১২ লক্ষ কোটি টাকা আয় হয়েছে আয়কর থেকে’

# ‘ঝুঁকিপূর্ণ জায়গায় আছেন, এমন সেনাদের ভাতা বাড়ানো হয়েছে’

# উজ্জ্বলা প্রকল্পে রান্নার গ্যাস পাবেন ৮ কোটি মানুষ

# 'যে শ্রমিকদের ইপিএফ কাটে, তাঁদের মৃত্যু হলে ৬ লক্ষ টাকার বিমা’

# ‘শ্রমিকদের ন্যূনতম পেনশন ১ হাজার টাকা, ‘কর্মরত অবস্থায় শ্রমিকের মৃত্যু হলে ৬ লক্ষ

# ‘২১ হাজার আয়ের শিল্প শ্রমিকদের বোনাস দ্বিগুণ, মাসে সাড়ে তিন হাজার থেকে বেড়ে ৭ হাজার’

#'গ্র্যাচুইটির সর্বোচ্চ সীমা ১০ লক্ষ থেকে বেড়ে ২০ লক্ষ'

# ‘পশুপালনে কিষাণ ক্রেডিট কার্ড, এই কিষাণ কার্ডের সুদে ২ শতাংশ ছাড়’

# ‘ছোট কৃষকদের বছরে ৬ হাজার টাকা করে সাহায্য, তিন কিস্তিতে টাকা দেওয়া হবে, পুরো খরচ দেবে কেন্দ্র, ২০১৮ থেকে প্রযুক্ত হবে এই প্রকল্প’

# ‘২২টি ফসলে ন্যূনতম সহায়ক মূল্য বেড়েছে, ‘কৃষকদের আয় দ্বিগুণ করতে উদ্যোগ, ‘প্রধানমন্ত্রী কৃষক সম্মান বিধি যোজনা চালু’

# হরিয়ানায় তৈরি হবে দেশের ২২ তম এইমস

# ‘মার্চের মধ্যে সবাই পাবেন বিনামূল্যে বিদ্যুৎসংযোগ’

# 'দেশ ছেড়ে যারা পালিয়েছে, তাদের সম্পত্তি সরকারের কব্জায়'

# ‘বড় ব্যবসায়ীরা ঋণ মেটাতে বাধ্য হচ্ছেন’
‘এমন ব্যবস্থা চালু করেছি আমরা’

‘স্বচ্ছ ভারত প্রকল্প এখন জাতীয় আন্দোলনে পরিণত, ‘আমরা দুর্নীতিমুক্ত সরকার চালিয়েছি’

# ‘কর কাঠামো এবং ব্যাঙ্কিং ব্যবস্থা উন্নত ও স্বচ্ছ হয়েছে’

# ‘কমেছে রাজস্ব ঘাটতি, ভাটতি এখন জিডিপি-র ২.৫ শতাংশ, বেড়েছে বিদেশি বিনিয়োগ'

# দেশ এগোচ্ছে বৃদ্ধির পথে।

# বাজেট পেশ করছেন পীযূষ গোয়েল। বললেন, কেন্দ্র মূল্যবৃদ্ধির কোমর ভেঙে দিয়েছে।

#বাজেট পেশ সকাল ১১ টায়। ইতিমধ্যে সংসদে হাজির হয়েছেন পীযূষ গয়াল। তিনিই বাজেট পেশ করবেন।

নয়াদিল্লি: বেজে গিয়েছে লোকসভা ভোটের দামামা। তার আগে আজ অন্তর্বর্তী বাজেট পেশ করতে চলেছে নরেন্দ্র মোদী সরকার। কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি অসুস্থ, তাঁর জায়গায় অর্থ মন্ত্রক দেখছেন আর এক কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল। আজ সংসদে বাজেট পেশ করবেন তিনিই। ঠিক ভোটের আগে এই বাজেটে বেশ কিছু জনমোহিনী ঘোষণা থাকবে বলে মনে করা হচ্ছে।

এটাই হতে চলেছে নরেন্দ্র মোদী সরকারের ষষ্ঠ তথা শেষ বাজেট। মধ্যবিত্ত চাকরিজীবীদের কথা মাথায় রেখে এই বাজেটে আয়কর ছাড়ের সীমা বাড়িয়ে সাড়ে তিন লাখ টাকা পর্যন্ত করা হতে পারে। ঘোষণা হতে পারে কৃষকদের জন্য ত্রাণ প্যাকেজ। অন্তর্বর্তী এই বাজেটে আগামী আর্থিক বছরের প্রথম চার মাসের খরচের জন্য সংসদের অনুমতি নেওয়া হবে। ভোটের পর নয়া সরকার এলে জুলাই নাগাদ তারা পেশ করবে পূর্ণাঙ্গ বাজেট।

কংগ্রেস ঘোষণা করেছে, ক্ষমতায় এলে তারা দরিদ্রদের ন্যূনতম আয় নিশ্চিত করবে, মকুব করবে কৃষিঋণ। ছত্তিশগড়, মধ্যপ্রদেশ ও রাজস্থানে বিজেপির হারের পিছনে অন্যতম কারণ হিসেবে দেখা হচ্ছে ক্রমবর্ধমান কৃষক অসন্তোষ। এই পরিস্থিতিতে কৃষক সঙ্কটের কথা মাথায় রেখে তাঁদের অ্যাকাউন্টে ডিরেক্ট ক্যাশ ট্রান্সফারের মত কোনও প্রকল্প ঘোষণা করতে পারেন পীযূষ গোয়েল। এই ত্রাণ প্যাকেজ ৭০ হাজার কোটি থেকে ১ লাখ কোটি টাকা পর্যন্ত হতে পারে। এছাড়া কৃষি ও গ্রামীণ ক্ষেত্রে আয় বৃদ্ধি সংক্রান্ত কোনও প্রকল্পের ঘোষণা করতে পারেন তিনি। যে সব কৃষকরা সময়মতো ঋণ শোধ দেন, তাঁরা পেতে পারেন বিনা সুদে ঋণ পাওয়ার সুবিধে। এছাড়া ঘোষিত হতে পারে সর্বজনীন ন্যূনতম আয় যোজনা। ২০১৬-১৭-র আর্থিক সমীক্ষায় এর উল্লেখ করা হয়।

বিশেষজ্ঞদের ধারণা, ব্যক্তিগত আয়কর ছাড়ের সীমা বর্তমান আড়াই লাখ থেকে বাড়িয়ে তিন লাখ টাকা করতে পারে কেন্দ্রীয় সরকার। পাশাপাশি যাঁদের বয়স ৬০ থেকে ৮০-র মধ্যে, তাঁদের আয়কর ছাড়ের সীমা বাড়িয়ে সাড়ে তিন লাখ করা হতে পারে। মহিলাদেরও সাড়ে তিন লাখ টাকা পর্যন্ত বার্ষিক রোজগার হতে পারে করমুক্ত।

৮০সি ধারায় বিভিন্ন বিনিয়োগে ছাড়ের হার বর্তমান দেড়লাখ টাকা থেকে বেড়ে দুলাখ হতে পারে। পাশাপাশি গৃহ ঋণে বার্ষিক সুদ ছাড় বর্তমান দুলাখ থেকে বেড়ে হতে পারে আড়াইলাখ। ছোট ব্যবসায়ীদের জন্য সহজে ঋণদান সংক্রান্ত যোজনা ঘোষিত হতে পারে।

কেন্দ্রের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, তাদের আমলে জিডিপি বাড়ছে দেখানো হলেও কর্মসংস্থান হচ্ছে না। তাই এই বাজেটে কর্মসংস্থান বৃদ্ধি সংক্রান্ত নির্দিষ্ট কোনও যোজনা ঘোষিত হতে পারে।