সারা এখন বরুণ ধবনের সঙ্গে কুলি নাম্বার ১-এ কাজ করছেন। রণবীর সিংহের সঙ্গে সুপারহিট ছবি সিম্বা-য় দেখা গিয়েছে তাঁকে। যেন বেতাব-এর অমৃতা, মায়ের সঙ্গে ছবি পোস্ট করলেন সারা আলি খান
ABP Ananda, Web Desk | 31 Dec 2019 05:50 PM (IST)
সারা এখন বরুণ ধবনের সঙ্গে কুলি নাম্বার ১-এ কাজ করছেন। রণবীর সিংহের সঙ্গে সুপারহিট ছবি সিম্বা-য় দেখা গিয়েছে তাঁকে।
মুম্বই: সারা আলি খানের সোশ্যাল মিডিয়া পোস্ট সব সময় অন্য রকম। ব্যক্তিগত অনুভূতি যেমন তাতে থাকে, তেমনই থাকে তাঁর লেখা ছোট ছোট কবিতা। আর এবার তিনি ইনস্টাগ্রামে বছর শেষের পোস্ট করলেন নিজের মায়ের সঙ্গে। মা অমৃতা সিংহের সঙ্গে ছুটি কাটাচ্ছেন সারা। ইনস্টাগ্রামে তিনি পোস্ট করেছেন এই ছবিদুটি। প্রথমটি মায়ের সঙ্গে, দ্বিতীয়টি মা আর ভাই ইব্রাহিমের সঙ্গে। যতদিন যাচ্ছে সারা ততই তাঁর মায়ের ছায়া হয়ে উঠছেন। বেতাব-এ যে তরুণী অমৃতা গোটা দেশের নজর কেড়েছিলেন, সদ্য বলিউডে পা রাখা সারার মধ্যেও সেই অমৃতাকেই যেন দেখা যাচ্ছে। সারা লিখেছেন, আয়না আয়না, তুমি কি মা না ছায়া? তফাত- আমি সব সময় মায়ের মনযোগ চাই। মা আমার পথ প্রদর্শক, প্রেরণা, মা-ই সেই ম্যাজিক যা আমার সব টেনশন কেড়ে নেয়। আমার মুড সুইং, চুল পড়ে যাওয়া, শুষ্ক ত্বক, জল কম খাওয়া- সব কিছু মা সারিয়েছে। মায়ের যে বহুমুখী প্রতিভা, দায়িত্ববোধ, ধৈর্য আর স্বার্থবোধহীনতা রয়েছে তা আমার ধারণার বাইরে।