রাজ্যে আরও ২ করোনা আক্রান্তের হদিশ, আজ ফের দ্বিতীয় দফায় পরীক্ষা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 24 Mar 2020 10:18 AM (IST)
আক্রান্তদের একজন মিশর ফেরত, অপরজন লন্ডন ফেরত, খবর নাইসেড সূত্রে।
কলকাতা: রাজ্যে আরও বাড়ল করোনা আক্রান্তর সংখ্যা। সংখ্যা বেড়ে ৯। আরও দু’জনের স্ক্রিনিং রিপোর্ট পজিটিভ। আজ ফের দ্বিতীয় দফায় পরীক্ষা হবে নমুনা দুটি। আক্রান্তদের একজন মিশর ফেরত, অপরজন লন্ডন ফেরত, খবর নাইসেড সূত্রে।