কলকাতা: সংক্রমণ বাড়ছে। তাই রাজ্যের সমস্ত সরকারি হাসপাতালে ১৬০০-র বেশি কোভিড বেড বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। কলকাতা মেডিক্যাল কলেজে আজই আরও ১০০ কোভিড বেড বাড়ানো হয়েছে।
দুর্গাপুজোর পর করোনা সংক্রমণ আরও বাড়ার আশঙ্কা করছেন চিকিৎসকরা। এই প্রেক্ষাপটে কলকাতা মেডিক্যাল কলেজে কোভিড বেড সংখ্যা আরও বাড়ানোর সিদ্ধান্ত নিল কর্তৃপক্ষ। সূত্রের খবর, মঙ্গলবারই আরও ১০০ বেড বাড়ানো হয়েছে কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে। ফলে এই মুহূর্তে সেখানে মোট কোভিড বেডের সংখ্যা ৭০০। সূত্রের খবর, পুজোর পর আরও ৩০০টি বেড বাড়ানো হবে। এর মধ্যে ১০০-টি করে বেড বরাদ্দ ক্যালকাটা স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিন এবং রিজিওয়াল ইনস্টিউট অফ অপথালমোলজিতে। ৬০টি ইডেন বিল্ডিংয়ে এবং ৪০টি বেড বাড়ানো হবে ক্যাজুয়ালটি ব্লকে।
সব মিলিয়ে পুজোর পরই কোভিড বেড সংখ্যা বেড়ে ১ হাজার হয়ে যাবে বলে আশাবাদী কলকাতা মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ।
এদিকে, নবান্ন সূত্রে জানা গেছে, রাজ্যের সমস্ত সরকারি হাসপাতালে আরও ১৬৩৯টি কোভিড বেড বাড়ানো হচ্ছে।পাশাপাশি সঙ্কটাপন্ন রোগীদের চিকিৎসায় আরও ৫৩৫টি ICU বেড দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে।
এরই মধ্যে মুখ্যমন্ত্রী ট্যুইট করে জানিয়েছেন, রাজ্যে এমবিবিএস বা ডাক্তারি পড়ার জন্য আসন বেড়ে ৪ হাজার করা হয়েছে। এর মধ্যে পুরুলিয়া মেডিক্যাল কলেজ ও হাসপাতালে প্রথম ব্যাচের জন্য ১০০ আসন এবং বর্ধমানের রাজবাঁধের বেসরকারি প্রতিষ্ঠান গৌরীদেবী মেডিক্যাল কলেজে MBBS-এর ১৫০ আসন বরাদ্দ।
দুর্গাপুজোর পর করোনা সংক্রমণ বৃদ্ধির শঙ্কা, কোভিড বেড বাড়ছে কলকাতা মেডিক্যাল সহ রাজ্যের সব সরকারি হাসপাতালে
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
20 Oct 2020 07:57 PM (IST)
সূত্রের খবর, মঙ্গলবারই আরও ১০০ বেড বাড়ানো হয়েছে কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে। ফলে এই মুহূর্তে সেখানে মোট কোভিড বেডের সংখ্যা ৭০০।
NEXT
PREV
খবর (news) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -