নয়াদিল্লি:দেশে চলতি করোনাজনিত সংকটের মধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ফের জাতির উদ্দেশে ভাষণ দেবেন। আজ সন্ধে ৬ টায় ভাষণ দেবেন তিনি। যদিও ভাষণে কোন বিষয় নিয়ে বার্তা প্রধানমন্ত্রী মোদি বার্তা দেবেন, সে বিষয়ে কোনও তথ্য জানা যায়নি। অনুমান করা হচ্ছে, নতুন কৃষি আইন, করোনা ভ্যাকসিন ও চিনের সঙ্গে সীমান্ত বিবাদ নিয়ে বক্তব্য জানাতে পারেন তিনি।
কৃষি আইন-সম্প্রতি মোদি সরকার সংসদে তিনটি কৃষি আইন পাস করেছে। এই আইনকে কংগ্রেস সহ বিরোধীরা কৃষক-বিরোধী বলে তোপ দেগেছে। যদিও বিজেপির দাবি, এই আইনের ফলে কৃষকরাই লাভবান হবেন। কিছুদিন আগে প্রধানমন্ত্রী অভিযোগ করেছিলেন, কৃষি আইন নিয়ে কৃষকদের ভুল বোঝাচ্ছে বিরোধীরা। এদিনের ভাষণে মোদি এই প্রসঙ্গ নিয়ে বলতে পারেন।
সিএএ- নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ) ফের আলোচনার কেন্দ্রে এসেছে। পশ্চিমবঙ্গের শিলিগুড়িতে বিজেপি সভাপতি জেপি নাড্ডা বলেছেন, করোনা মহামারির কারণে সিএএ রূপায়নে দেরি হয়েছে। এই সংকট কাটলেই দ্রুত তা চালু করা হবে। সিএএ নিয়ে প্রধানমন্ত্রী বক্তব্য জানাতে পারেন।
আর্থিক প্যাকেজের ঘোষণা-দেশে করোনাজনিত কারণে গত মার্চ মাসে লকডাউন জারি হয়েছিল। এরপর গত ১২ মে মোদি জাতির উদ্দেশে ভাষণে ২০ লক্ষ কোটি টাকার আর্থিক প্যাকেজ ঘোষণা করেছিলেন। অনেকের অনুমান, আজ মোদি আবার কোনও আর্থিক প্যাকেজের ঘোষণা করতে পারেন।
করোনা ভ্যাকসিন-দেশে গত ২৪ ঘন্টায় নতুন করে ৪৭ হাজার করোনা আক্রান্ত। আক্রান্তের সংখ্যা ক্রমশ কমছে। কিন্তু সবাই ভ্যাকসিনের অপেক্ষায় রয়েছে। প্রধানমন্ত্রী মোদি বলেছিলেন, দৈনিক সংক্রমণের গ্রাফ নিম্নমুখী হচ্ছে। এর কারণে সঠিক সময়ে দেশে লকডাউন ঘোষণা। করোনা ভ্যাকসিন নিয়ে তিনি বলেছিলেন, এই লক্ষ্যে ভারত সামনের সারিতে রয়েছে। অনেকের অনুমান, করোনা ভ্যাকসিন নিয়ে প্রধানমন্ত্রী কোনও ঘোষণা করতে পারেন।
উৎসবের মরশুমে আরও বেশি সতর্কতা অবলম্বনের পরামর্শ- সারা দেশে দুর্গাপুজো, নবরাত্রি ও রামলীলার আয়োজন করা হচ্চে। এরপর দশেরা, করবাচৌথ, দিপাবলীর মতো উৎসব। উৎসবের এই মরশুমে করোনা সংকট নিয়ে আরও বেশি সতর্কতা অবলম্বনের পরামর্শ দিতে পারেন প্রধানমন্ত্রী।
ভারত-চিন সীমান্ত বিবাদ- গত কয়েক মাস ধরে লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় ভারত ও চিনের সংঘাত চলছে। দুই দেশের আধিকারিকদের মধ্যে বেশ কয়েকবার বৈঠক হয়েছে। কিন্তু সমাধান সূত্র এখনও অধরাই।
খাদ্য প্রকল্পের মেয়াদ বৃদ্ধি-গত ৩০ জুন জাতির উদ্দেশে ভাষণে প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনা নভেম্বরের শেষ পর্যন্ত বাড়িয়েছিলেন। সরকারের দাবি ছিল, এই যোজনায় ৮০ কোটি মানুষকে নিখরচায় রেশন দেওয়া হচ্ছে। আজ প্রধানমন্ত্রী এই প্রকল্পের মেয়াদ বাড়াতে পারেন বলেও অনেকেই অনুমান করছেন।
এরইমধ্যে এদিন জাতির উদ্দেশে ভাষণে প্রধানমন্ত্রী কী বলবেন, তা নিয়ে জল্পনার সঙ্গে সঙ্গে সোশ্যাল মিডিয়ায় মিম-এর ঢল নেমেছে। অনেকেই বিভিন্ন মজাদার মিম শেয়ার করছেন।