নয়াদিল্লি: ভারত হাইড্রোক্সিক্লোরোকুইন দিয়েছে। এবার ডোনাল্ড ট্রাম্পের ভারতকে ভেন্টিলেটর দান করার ঘোষণার জন্য তাঁকে ধন্যবাদ দিয়ে ভারত-মার্কিন বন্ধুত্ব জোরদার হওয়ার কথা বললেন নরেন্দ্র মোদি। দুদেশের ঘনিষ্ঠ সম্পর্কের ওপর জোর দিয়ে মার্কিন প্রেসিডেন্ট ট্যুইট করে ভারতকে ভেন্টিলেটর দেওয়ার ঘোষণা করেন। লেখেন, গর্বের সঙ্গে ঘোষণা করছি, ভারতে আমাদের বন্ধুদের ভেন্টলেটর দান করবে আমেরিকা। এই অতিমারীর সময় ভারত ও নরেন্দ্র মোদির পাশে আছি আমরা। কোভিড-১৯ মোকাবিলায় ভ্যাকসিন তৈরির ব্যাপারে দুদেশের পরস্পরকে সহযোগিতার উল্লেখও করেন তিনি।
একটি সূত্রের দাবি, করোনাভাইরাস মোকাবিলায় ভারতকে বিমানে ২০০ মোবাইল ভেন্টিলেটর পাঠিয়ে সাহায্য়ের হাত বাড়িয়ে দিতে তৈরি আমেরিকা। একেকটির দাম আনুমানিক ১৩ হাজার মার্কিন ডলার (বর্তমান টাকা ও ডলারের বিনিময় হার অনুসারে ৯.৬ লক্ষ টাকা)। ভারতকে দিতে হবে ২.৬ মিলিয়ন ডলার (১৯২ মিলিয়ন টাকা) ও সেইসঙ্গে মাসুল খরচ।


প্রধানমন্ত্রী ধন্য়বাদ ট্যুইটে লেখেন, ধন্যবাদ আপনাকে @POTUS @realDonaldTrump। এই অতিমারীর বিরুদ্ধে আমরা সবাই মিলে একসঙ্গে লড়ছি। এমন সময়ে সব দেশের একযোগে কাজ করা ও আমাদের বিশ্বকে কোভিড-১৯ মুক্ত করে আরও সুস্থ করে তুলতে যতটা সম্ভব করা সবসময় অত্যন্ত গুরুত্বপূর্ণ। এতে বন্ধুত্ব আরও শক্তিশালী হবে।
পরে সাংবাদিক বৈঠকে গত ফেব্রুয়ারির ভারত সফরের উল্লেখ করে ট্রাম্পও বিষয়টি তুলে আমেরিকায় প্রবাসী ভারতীয়দের ভূমিকার কথা বলেন, প্রধানমন্ত্রী মোদিকে ‘আমার ভাল বন্ধু’ বলেও উল্লেখ করেন। বলেন, ভারতের ঘনিষ্ঠ হয়ে কাজ করছি আমরা।
প্রসঙ্গত, হাইড্রোক্সিক্লোরোকুইন বা এইচসিকিউ রপ্তানির ওপর নিষেধাজ্ঞা প্রত্য়াহারে ট্রাম্পের আবেদনে সাড়া দিয়ে তা সরবরাহে মোদির সম্মতি প্রকাশের কয়েক সপ্তাহ বাদে ভেন্টিলেটর সরবরাহের প্রস্তাব দিল আমেরিকা।
ম্যালেরিয়ার চিকিত্সায় ব্যবহৃত এই ওষুধকেই মার্কিন প্রেসিডেন্ট করোনাভাইরাস মোকাবিলায় ‘গেম চেঞ্জার’ বলেছিলেন তখন। ভারতে কোভিড-১৯ রোগীদের চিকিত্সায় সামনের সারিতে থাকা ডাক্তার, নার্সদের সুরক্ষায় এটি ব্যবহার করা হচ্ছে।