ট্রেন্ডিং

বিয়ে, রাজনীতি, প্রেম…বরাবরই ‘ট্রাবলমেকার’ তেজপ্রতাপ, বড় ছেলেকে জীবন থেকেই বাদ দিলেন লালুপ্রসাদ!

চিপস চুরির অপবাদের ঘটনায় পাঁশকুড়া থানায় সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে এফআইআর মৃত পড়ুয়ার মায়ের

ভাটপাড়ায় অর্জুন সিংহের সঙ্গে তিরঙ্গা যাত্রায় যোগদান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর

তৃণমূল শাসিত পশ্চিমবঙ্গে হিন্দু নির্যাতন? প্রতিবাদে পোস্টার পড়ল উত্তরপ্রদেশে, জন আক্রোশ যাত্রার ডাক

টাকার বিনিময়ে ভোটার! বিস্ফোরক অভিযোগ কাকদ্বীপের তৃণমূল বিধায়কের
১৯ দিন পার, এখনও রাস্তায় চাকরিহারা শিক্ষকরা। সল্টলেক সেন্ট্রাল পার্কে সরছে ধর্নাস্থল
দিল্লিতে পরিযায়ী শ্রমিকদের সঙ্গে সাক্ষাৎ রাহুল গাঁধীর
দিল্লিতে পরিযায়ী শ্রমিকদের সঙ্গে সাক্ষাৎ কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাহুল গাঁধীর।সুখদেব বিহার ফ্লাইওভারের কাছে শ্রমিকদের সঙ্গে কথা বলেন রাহুল। ওয়েনাড়ের সাংসদের কাছে নিজেদের দুঃখদুর্দশার কথা জানালেন শ্রমিকরা।
Continues below advertisement

নয়াদিল্লি: দিল্লিতে পরিযায়ী শ্রমিকদের সঙ্গে সাক্ষাৎ কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাহুল গাঁধীর।সুখদেব বিহার ফ্লাইওভারের কাছে শ্রমিকদের সঙ্গে কথা বলেন রাহুল। ওয়েনাড়ের সাংসদের কাছে নিজেদের দুঃখদুর্দশার কথা জানালেন শ্রমিকরা।
রাহুল গাঁধীর আসার পর দিল্লি কংগ্রেস সভাপতি অনিল চৌধুরী ও যুব কংগ্রেস সভাপতি অধ্যক্ষ শ্রীনিবাস শ্রমিকদের পাশে আসেন এবং তাঁদের গাড়িতে পাঠান।
এক শ্রমিক বলেছেন, রাহুল গাঁধী আমাকে জিগ্যেস করলেন, কোথায় যেতে হবে। আমি বললাম, গ্রামে যেতে হবে। ঠিকানা বললাম। এরপর তিনি বললেন, ঠিক আছে, ব্যবস্থা করে ওখান পর্যন্ত ছেড়ে দেব। আমরা রাস্তা দিয়ে হাঁটছিলাম। আচমকা তিনি চলে এলেন। আমরা থেমে গেলাম আর কিছুক্ষণ কথাও হল।
অনিল চৌধুরী বলেছেন, আমরা জানতে পেরেছি যে, ওই শ্রমিকদের হেফাজতে নেওয়া হচ্ছে। রাহুল গাঁধী আসেন ও তাঁদের সঙ্গে দেখা করেন। আমরা পুলিশের সঙ্গে কথা বলি। এরপর সহমতে আসা যায়, যে একসঙ্গে দুজনকে যেতে দেওয়া হবে। এখন আমাদের স্বেচ্ছাসেবকরা তাঁদের বাড়িতে নিয়ে যাচ্ছেন। আমরা দুইজনকে একসঙ্গে পাঠাচ্ছি।
এর আগে শনিবার রাহুল গাঁধী করোনাভাইরাস সংক্রমণজনিত পরিস্থিতিতে গরিব, কৃষক ও শ্রমিকদের কংগ্রেসের প্রস্তাবিত ন্যায় প্রকল্পের মতো আর্থিক সাহায্য পৌঁছে দেওয়ার দাবি জানিয়েছেন। তিনি কেন্দ্র সরকারের কাছে আর্থিক প্যাকেজ পুণর্বিবেচনার আর্জি জানিয়ে সরাসরি দরিদ্রদের অ্যাকাউন্টে অর্থ পাঠানোর কথা বলেছেন। একইসঙ্গে রাহুল বলেছেন, লকডাউন তুলে নেওয়ার পদক্ষের অত্যন্ত সতর্কতার সঙ্গে নিতে হবে। বয়স্ক ও গুরুতর রোগে আক্রান্তদের প্রতি বিশেষ গুরুত্ব দিতে হবে। রাহুল বলেছেন, আর্থিক ব্যবস্থায় যে ‘ঝড়’ আসছে, তার মোকাবিলা করতে প্রস্তুত থাকতে হবে।
Continues below advertisement
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে