নয়াদিল্লি: পাকিস্তানে স্ট্রাইক চালিয়ে অভূতপূর্ব সাফল্য ভারতীয় সশস্ত্র বাহিনীর। পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরে পর পর জঙ্গিঘাঁটি ধ্বংস করা গিয়েছে। ভারতের স্ট্রাইকে প্রাণ গিয়েছে ১০০-র বেশি জঙ্গির। রবিবার সাংবাদিক বৈঠক করে জানাল ভারতীয় সেনা। নির্ভুল লক্ষ্যে ভারত জঙ্গিঘাঁটিগুলিকেই নিশানা করেছে বলে জানানো হল। (Operation Sindoor)

এদিন সাংবাদিক বৈঠকে ভারতীয় সেনার DGMO লেফটেন্যান্ট জেনারেল রাজীব ঘাই জানিয়েছেন, পাকিস্তান এবং পাক-অধিকৃত কাশ্মীরে যে সামরিক অভিযান চালায় ভারত, তাতে ১০০-র বেশি জঙ্গির মৃত্য়ু হয়েছে। পহেলগাঁওয়ে নৃশংস হত্যাকাণ্ডের জবাব দিতে ভারতের তরফে এই জবাব দেওয়া প্রয়োজন ছিল বলে জানালেন DGMO লেফটেন্যান্ট জেনারেল ঘাই। (India-Pakistan Conflict)

Operation Sindoor-এর আওতায় গত ৭ মে পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরে মোট ন'টি জঙ্গিঘাটিকে নিশানা করা হয়। নির্ভুল লক্ষ্য়ে আঘাত করাতেই শতাধিক জঙ্গিকে নিকেশ করা গিয়েছে। নিহত জঙ্গিদের মধ্যে কান্দাহার বিমান ছিনতাইকারী জঙ্গি থেকে পুলওয়ামা হামলার চক্রান্তকারীরাও রয়েছে বলে জানানো হয়েছে সেনার তরফে। সেই তালিকায় রয়েছে ইউসুফ আজহার, আব্দুল মালিক রউফ, মুদাসির আহমেদ। 

এদিন ভারতের তিন বাহিনীর সেনাপ্রধানদের উপস্থিতিতে DGMO-রা Operation Sindoor নিয়ে সাংবাদিক বৈঠক করেন। সেখানে বলা হয়, "পহেলগাঁওয়ে নিহতদের পরিবারের যন্ত্রণা অপরিসীম। জঙ্গি এবং ষড়ন্ত্রকারীদের শাস্তি দিতেই operation Sindoor-এর সূচনা হয়। সন্ত্রাস নিয়ে জিরো টলারেন্স নীতি নিয়েই তলছি আমরা। পহেলগাঁওয়ে যে ২৬ জন নিরীহ মানুষকে হত্যা করা হয়, তার পাল্টা ন'টি জঙ্গিঘাঁটিকে নিশানা করা হয়। পাকিস্তানি সেনা বা সীমান্তের ওপারের অন্য কারও বিরুদ্ধে লড়াই নেই আমাদের। আমাদের লড়াই ছিল সন্ত্রাসের বিরুদ্ধে।"

ভারতীয় সেনা জানিয়েছে, জঙ্গিঘাঁটিগুলির বড় ক্ষতি হয় যাতে, সেভাবেই হামলা চালানো হয়। নিরীহ নাগরিকদের নিশানা করা হয়নি। কিন্তু পাকিস্তান সেসবের ধার ধারেনি। ভারতের বসতি এলাকায় তারা ড্রোন, ক্ষেপণাস্ত্র পাঠায়। তার পাল্টা লাহৌরে পাকিস্তানের রেডার ধ্বংস করে দেয় ভারতের বায়ুসেনা। সেই অবস্থায়ও নিজেদের যাত্রীবাহী বিমানের উড়ান বন্ধ করেনি পাকিস্তান। কিন্তু ভারতীয় সেনা অত্যন্ত সাবধানী পদক্ষেপ করে, যাতে কোনও যাত্রীবাহী বিমানের ক্ষতি হয়নি। পাকিস্তান ড্রোনের মাধ্যমে হামলার চেষ্টা করলেও, তা ব্যর্থ হয়। ভারত সাবধানী পদক্ষেপ করলেও, ভারতের বসতি এলাকা এবং সামরিক ঘাঁটিগুলিকে নিশানা করে বলে জানিয়েছে ভারতীয় সেনা।