নয়াদিল্লি: সব কিছুরই দাম বেড়ে চলেছে। মূল্যবৃদ্ধির সঙ্গে পাল্লা দিয়ে চলা দায়। কিন্তু তার মধ্যেও বোধ হয়, সবার প্রার্থনা থাকে, সেই অন্নদামঙ্গল কাব্যের ঈশ্বরী পাটনীর মতো ...আমার সন্তান যেন থাকে দুধে-ভাতে। এবার সেই দুধের দামও ঊর্ধ্বমুখী। আবার দাম চড়ছে মাদার ডেয়ারি দুধের। প্রতি লিটারে ২ টাকা দাম বাড়াচ্ছে তারা। এই ঘোষণার পরই অনেকের কপালে চিন্তার ভাঁজ। বাড়ির একরত্তি থেকে বয়স্ক, দুধের পুষ্টির প্রয়োজন তো আছেই। কিন্তু তা পেতেও খরচ করতে হবে কিছুটা বেশি। অনেকেইই সরকারকে মাদার ডেইরির দাম বৃদ্ধি বন্ধ করার জন্য অনুরোধ করেছেন।
এএনআই-এর সঙ্গে কথা বলতে গিয়ে এক ক্রেতা বলেন, এই মূল্য বৃদ্ধি হয়ত ধনী ব্যক্তিদের উপর প্রভাব ফেলবে না, তবে এটি সাধারণ মানুষের উপর প্রভাব ফেলবে। সরকারকে অনুরোধ করছি যে মাদার ডেয়ারিকে দাম বাড়ানোর অনুমতি যেন না দেওয়া হয়। আরেকজন ক্রেতার মতে, বিরাট কিছু দাম না বাড়লেও, সাধারণ মানুষের কাছে সেটাও অনেক।
মাদার ডেইরির লিটার প্রতি ২ টাকা মূল্য বৃদ্ধি আজ থেকে কার্যকর হবে। নতুন দাম দিল্লি-এনসিআর, উত্তরপ্রদেশ, হরিয়ানা এবং উত্তরাখণ্ডের বাজারে কার্যকর হবে।
মাদার ডেইরির একজন মুখপাত্র জানিয়েছেন, ৩০ এপ্রিল থেকে কার্যকর হতে চলেছে মাদার ডেইরি দুধের নতুন মূল্য। প্রতি লিটারে ২ টাকা পর্যন্ত বাড়তে পারে। আসলে গত কয়েক মাসে উৎপাদন খরচ প্রতি লিটারে ৪-৫ টাকা করে বেড়ে গিয়েছে । মূলত গরম এবং তাপপ্রবাহের জেরেই এই পরিস্থিতি তৈরি হয়েছে বলে দাবি ওই কর্মকর্তার। ফলে দাম বাড়ানো ছাড়া উপায় নেই।
জানা যাচ্ছে, বাল্ক ভেন্ডেড টোনড মিল্কের দাম প্রতি লিটার ৫৪ টাকা থেকে বাড়িয়ে ৫৬ টাকা করা হয়েছে। ফুল-ক্রিম মিল্কের দাম প্রতি লিটার ৬৮ টাকা থেকে বাড়িয়ে ৬৯ টাকা করা হয়েছে। মাদার ডেয়ারির গরুর দুধের দাম আগে ছিল ৫৬ টাকা । এখন পড়বে ৫৭ টাকা। ডাবল-টোনড দুধের দাম এখন প্রতি লিটার ৫১ টাকা পড়ছে । আগে ছিল ৪৯ টাকা। এর ফলে কিছুটা হলেও অসুবিধেয় পড়তে পারেন সাধারণ মানুষ। দুধের মতো জিনিস, যা কেনা কমিয়েও দেওয়া সম্ভব নয়। তাই বেশি দামেই কিনতে হবে মানুষকে।