নয়াদিল্লি: সরকারের প্রস্তাব ফিরিয়ে দিল আন্দোলনকারী ৩৫টি কৃষক সংগঠন। মঙ্গলবার কেন্দ্রীয় সরকার প্রস্তাব দেয়, কৃষকদের দাবি শোনার জন্য় একটি কমিটি গঠন করা হবে। কিন্তু বৈঠকে উপস্থিত কৃষক সংগঠনগুলির প্রতিনিধিরা সেই প্রস্তাবে রাজি হলেন না। বৈঠকে কোনও সমাধান সূত্র পাওয়া গেল না। এদিকে বুধবর ফের কেন্দ্রের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসতে পারেন কৃষকরা।
গত কয়েকবছরের মধ্যে রেকর্ড শীত রাজধানীতে। সেই ঠান্ডাকে উপেক্ষা করে আন্দোলন করছেন কৃষকরা। পথে নেমেছেন হাজার হাজার কৃষক। তাঁদের সাফ কথা, কৃষক বিরোধী ৩ কৃষি আইন বাতিল করতে হবে। আর এই নিয়ে কৃষকদের বক্তব্য জানতে চেয়েছিল কেন্দ্রীয় সরকার। এদিন বিজ্ঞান ভবনে ৩৫টি কৃষক সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসেন কেন্দ্রীয় কৃষি মন্ত্রী নরেন্দ্র সিংহ তোমার, রেলমন্ত্রী পীযূষ গয়াল, বাণিজ্য প্রতিমন্ত্রী সোম প্রকাশ। কিন্তু ৩ ঘণ্টার ম্যারাথন বৈঠকের ফল শূন্য।
প্রশাসন সূত্রে খবর, বৈঠকে কৃষক প্রতিনিধিরা ওই ৩ আইন বাতিলের দাবি জানিয়েছেন। এই নিয়ে ফের বৃহস্পতিবার বৈঠকে বসবে দুপক্ষ। এদিন ভারত কিষাণ ইউনিয়নের সভাপতি জোগিন্দর সিংহ বলেন, সমস্যার সমাধান হয়নি। ৩ ডিসেম্বর ফের বৈঠক ডেকেছে সরকার। সংগঠনের সদস্য রুপসিং সানহা বলেন, সরকার প্রস্তাব দিয়েছিল কৃষকদের দাবি শোনার জন্য় একটি ৫ সদস্যের কমিটি গঠন করা হবে। কিন্তু আমরা প্রস্তাবে রাজি হইনি। সূত্রের খবর, সরকার চেয়েছিল ছোট ছোট দলে ভাগ হয়ে কৃষক সংগঠনের প্রতিনিধিরা বৈঠক করুক। কারণ বড় দল হলে সিদ্ধান্তে পৌঁছানো কঠিন। কেন্দ্রীয় মন্ত্রীদের কথায়, ওঁরা হয়ত ভেবেছিলেন আমরা আন্দোলন ভেঙে দেব। কৃষক সংগঠনের সঙ্গে বৈঠকের আগে এদিন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংহ, স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ, কৃষি মন্ত্রী নরেন্দ্র সিংহ তোমার, রেলমন্ত্রী পীযূষ গোয়েলের সঙ্গে বৈঠকে বসেন বিজেপি নেতা জে পি নাড্ডা।