MP, Gujarat, UP Bypolls 2020 Results LIVE Updates: ১১ রাজ্যের উপনির্বাচনে জয়জয়কার বিজেপির, ৫৯ আসনের মধ্যে জয় ৪০ টিতে

মধ্য প্রদেশ বিধানসভায় নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেতে বিজেপির আরও ৮ জন বিধায়ক চাই।

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ Last Updated: 10 Nov 2020 10:25 PM
তেলঙ্গানায় দুবাক্কা বিধানসভা আসনের উপনির্বাচনে ক্ষমতাসীন টিআরএসকে পিছনে ফেলেছে বিজেপি। সিদ্ধিপেট জেলার বিজেপি সমর্থকদের উচ্ছ্বাস।

কর্ণাটকের উপনির্বাচনে আরআর নগর সিরা-দুই বিধানসভা আসনেই জয়ী বিজেপি।
মধ্যপ্রদেশে উপনির্বাচনে ২১টি আসনে এগিয়ে বিজেপি।
৬টি আসনে এগিয়ে কংগ্রেস।অন্যান্যরা ১টি আসনে এগিয়ে।
মধ্যপ্রদেশে ২৮টি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন।
MP Bypoll result 2020 Live Updates: ইনদোরের পার্টি অফিসের বাইরে বিজেপি কর্মী-সমর্থকদের উচ্ছ্বাস

By-Election 2020 LIVE Updates: আসন্ন বিধানসভা ভোটের ট্রেলার এটা। উপনির্বাচনে ৮ বিধানসভার সবকটিতে জয়ের দোরগোড়ায় দাঁড়িয়ে বললেন গুজরাতের বিজেপি মুখ্যমন্ত্রী বিজয় রূপানি।

MP Bypoll result 2020 Live Updates: মধ্যপ্রদেশে নিরষ্কুশ সংখ্যাগরিষ্ঠতা দখলের পথে বিজেপি। ভোপালে পার্টি অফিসে পার্টিকর্মীদের সঙ্গে মিষ্টিমুখ মুখ্যমন্ত্রী শিবরাজ সিংহ চৌহানের।





Bypoll result 2020 Live Updates: মণিপুর- উপনির্বাচন হচ্ছে ৫ বিধানসভায়।



১টি আসন জিতল বিজেপি। তারা এগিয়ে আরও ৩টি আসনে। ১টি আসনে এগিয়ে নির্দল প্রার্থী।



UP bypoll result 2020 Live Updates: উত্তরপ্রদেশ- উপনির্বাচন হচ্ছে ৭ বিধানসভায়। ৪টি আসনে এগিয়ে বিজেপি। সমাজবাদী পার্টি, বহুজন সমাজবাদী পার্টি ও নির্দল প্রার্থী ১ টি করে আসনে এগিয়ে।



এদিকে, জৌনপুরের মালহানি বিধানসভায় চতুর্থ রাউন্ডের ভোটগণনার পর ইভিএম বিভ্রাট দেখা দেওয়ায় বন্ধ রয়েছে ভোটগণনা। প্রযুক্তিগত সমস্যা কাটিয়ে ফের দ্রুত শুরু হবে গণনাপর্ব।



MP Bypolls LIVE Updates: মধ্যপ্রদেশ- উপনির্বাচন হচ্ছে ২৮ বিধানসভায়



১৭ আসনে এগিয়ে বিজেপি। কংগ্রেস ও বিএসপি যথাক্রমে ৯ ও ২ আসনে এগিয়ে।


By-Election 2020 LIVE Updates: গুজরাতে উপনির্বাচন হওয়া ৮টি বিধানসভাতেই এগিয়ে বিজেপি।



বিজেপির হারানোর কিছু নেই, যারা হারছে তাদের কাছে জানতে চান। দিগ্বিজয় সিংহের বক্তব্য শুনলাম, উনি ইভিএম-র কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলেছেন, তার মানে বিজেপিই জিতছে। আমরা সংখ্যাগরিষ্ঠতা পেতে চলেছি আর দুই বয়স্ক (দিগ্বিজয় সিংহ ও কমল নাথ) দিল্লি যাবেন। বললেন মধ্যপ্রদেশের মন্ত্রী নরোত্তম মিশ্র।

MP Bypolls LIVE Updates: দাবড়া বিধানসভায় এগিয়ে বিজেপির ইমারতি দেবী। দাবড়া তফশিলী জাতি সংরক্ষিত আসন।



Bypolls LIVE Updates: ঝাড়খণ্ড



বেরমোতে বিজেপিকে পিছনে ফেলে এগিয়ে গেল কংগ্রেস। দুমকায় এগিয়ে বিজেপি।



Bypolls LIVE Updates: হরিয়ানার বরোদা বিধানসভায় পিছিয়ে বিজেপি প্রার্থী তথা প্রাক্তন আন্তর্জাতিক কুস্তিগীর যোগেশ্বর দত্ত।







Bypolls LIVE Updates: মণিপুরে উপনির্বাচনে যাওয়া ৫ বিধানসভার মধ্যে ১টি জিতে নিল বিজেপি।




Bypolls LIVE Updates: বিহারের বাল্মিকী নগর লোকসভা উপনির্বাচনে এগিয়ে গেল জেডিইউ







Bypolls LIVE Updates: মধ্যপ্রদেশে ১৮ আসনে এগিয়ে বিজেপি। ৮টিতে কংগ্রেস।



গুজরাতে ৬, কর্ণাটকে ২ ও তেলেঙ্গানায় ১ আসনে এগিয়ে বিজেপি। মণিপুরে ১ আসনে কংগ্রেস এগিয়ে।


MP, Gujarat, UP By Polls 2020 Results LIVE Updates: ওড়িশার একটি বিধানসভায় এগিয়ে বিজু জনতা দল।
নির্বাচন কমিশন জানাচ্ছে, ঝাড়খণ্ডের দুমকা ও বেরমো বিধানসভা এবং তেলেঙ্গানার দুবাক বিধানসভায় এগিয়ে বিজেপি।
মধ্যপ্রদেশ- ১১ আসনে এগিয়ে বিজেপি, ২টিতে কংগ্রেস।

গুজরাত- ৭ আসনে এগিয়ে বিজেপি, একটিতে কংগ্রেস।

মণিপুর- ১টি আসনে এগিয়ে কংগ্রেস।
মধ্যপ্রদেশ- ১০ আসনে বিজেপি, ১ আসনে কংগ্রেস এগিয়ে।
উত্তরপ্রদেশে একটি বিধানসভা আসনে এগিয়ে সমাজবাদী পার্টি।
কর্ণাটকের আরআর নগর বিধানসভায় এগিয়ে বিজেপি।
গুজরাতের ৮ আসনের মধ্যে ২টিতে এগিয়ে বিজেপি
মধ্যপ্রদেশের চারটি আসনে এগিয়ে বিজেপি।
গোয়ালিয়রে চলছে ২৮ বিধানসভা কেন্দ্রের ভোটগণনা
২৫ জন কংগ্রেস বিধায়ক জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার সঙ্গে দল ছাড়ায় মধ্য প্রদেশে উপনির্বাচন হয়েছে। এক্সিট পোল অনুযায়ী বিএসপি একটা আসন জিততে পারে। ২৩০ বিধায়কের বিধানসভায় নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেতে শিবরাজ সরকারের দরকার আরও ৯ জন বিধায়ক।
গুজরাতে ভোট হয়েছে ৮টি বিধানসভা কেন্দ্রে, মোট ভোট পড়েছে ৬০.৭৫ শতাংশ।
উত্তর প্রদেশে ৭ টি আসনে হবে ভোট গণনা। ভোটে লড়ছেন ৮৮ জন প্রার্থী।
মধ্য প্রদেশের ২৮টি আসনের জন্য ভোট গণনা হবে ১৯টি জেলায়। করোনার প্রকোপ সত্ত্বেও মোট ভোট পড়েছে ৭০.২৭ শতাংশ।

প্রেক্ষাপট

ভোপাল: বিহারের পাশাপাশি আজ মধ্য প্রদেশ সহ ১১টি রাজ্যের ৫৮টি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের ফল ঘোষণা হবে। এছাড়া বিহারের বাল্মিকী নগর লোকসভা কেন্দ্রের ভাগ্য নির্ধারণ হবে আজ। করোনা গাইডলাইন অনুযায়ী নির্বাচন কমিশন জানিয়ে দিয়েছে, শুধু ভোট প্রার্থী, তাঁর নির্বাচনী এজেন্ট, কাউন্টিং এজেন্ট গণনা কেন্দ্রে উপস্থিত থাকতে পারবেন। গণনা শুরু হবে সকাল ৮টা থেকে।

মধ্য প্রদেশ বিধানসভায় নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেতে বিজেপির আরও ৮ জন বিধায়ক চাই। আবার কংগ্রেসের আশা, তারা জমি ধরে রাখতে পারবে কারণ যে ২৮টি বিধানসভায় উপনির্বাচন হচ্ছে, সেগুলির মধ্যে ২৭টিতেই তাদের বিধায়ক ছিলেন। এছাড়া গুজরাতের ৮টি আসন, মণিপুরের ৪টি ও হরিয়ানার ১টি আসনের ভোটের ফল আজ জানা যাবে। ছত্তিশগড়ের ১টি, ঝাড়খণ্ডের ২টি ও কর্নাটকের ২টি আসনেরও আজ ফল প্রকাশ।

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.