MP, Gujarat, UP Bypolls 2020 Results LIVE Updates: ১১ রাজ্যের উপনির্বাচনে জয়জয়কার বিজেপির, ৫৯ আসনের মধ্যে জয় ৪০ টিতে

মধ্য প্রদেশ বিধানসভায় নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেতে বিজেপির আরও ৮ জন বিধায়ক চাই।

Continues below advertisement

LIVE

Background

ভোপাল: বিহারের পাশাপাশি আজ মধ্য প্রদেশ সহ ১১টি রাজ্যের ৫৮টি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের ফল ঘোষণা হবে। এছাড়া বিহারের বাল্মিকী নগর লোকসভা কেন্দ্রের ভাগ্য নির্ধারণ হবে আজ। করোনা গাইডলাইন অনুযায়ী নির্বাচন কমিশন জানিয়ে দিয়েছে, শুধু ভোট প্রার্থী, তাঁর নির্বাচনী এজেন্ট, কাউন্টিং এজেন্ট গণনা কেন্দ্রে উপস্থিত থাকতে পারবেন। গণনা শুরু হবে সকাল ৮টা থেকে।

মধ্য প্রদেশ বিধানসভায় নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেতে বিজেপির আরও ৮ জন বিধায়ক চাই। আবার কংগ্রেসের আশা, তারা জমি ধরে রাখতে পারবে কারণ যে ২৮টি বিধানসভায় উপনির্বাচন হচ্ছে, সেগুলির মধ্যে ২৭টিতেই তাদের বিধায়ক ছিলেন। এছাড়া গুজরাতের ৮টি আসন, মণিপুরের ৪টি ও হরিয়ানার ১টি আসনের ভোটের ফল আজ জানা যাবে। ছত্তিশগড়ের ১টি, ঝাড়খণ্ডের ২টি ও কর্নাটকের ২টি আসনেরও আজ ফল প্রকাশ।

Continues below advertisement
Sponsored Links by Taboola