নয়াদিল্লি: মীরা নায়ারের নেটফ্লিক্স শো ‘এ স্য়ুটেবল বয়’-এর বিষয়বস্তু খতিয়ে দেখতে পুলিশকে নির্দেশ মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্রের। মিনি সিরিজের একটি দৃশ্যকে কেন্দ্র করে আপত্তি উঠেছে। সোস্যাল মিডিয়ায় ঝড় তুলে বলা হচ্ছে, ওই দৃশ্যে ‘ধর্মীয় অনুভূতিতে আঘাত করা হচ্ছে’। ‘ওটিটি প্ল্য়াটফর্মে রিলিজ হওয়া ‘এ স্য়ুটেবল বয়’ নামে একটি ছবিতে চরম আপত্তিকর দৃশ্য রয়েছে যা একটি বিশেষ ধর্মের আবেগকে আঘাত করা হয়েছে। পুলিশকর্তাদের বিষয়টি খতিয়ে দেখতে বলেছি’, ট্যুইট করেছেন মিশ্র। ‘ধর্মীয় আবেগে আঘাত করায়’ শোয়ের পরিচালক, প্রযোজকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া যায় কিনা, তাও প্রশাসন কর্তাদের দেখতে বলা হয়েছে বলে জানিয়েছেন শিবরাজ সিংহ চৌহান।


এ ব্যাপারে গতকালই রাজ্যের বিজেপি যুবনেতা গৌরব তেওয়ারি রেওয়ার পুলিশ সুপার রাকেশ কুমার সিংহকে লিখিত অভিযোগ জানিয়ে এফআইআর দায়েরের দাবি করেন। পুলিশ যদিও কিছু করেনি এখনও। তেওয়ারির আপত্তি একটি দৃশ্যে যাতে মন্দির চত্বরে চুম্বন করছে দুটি চরিত্র। একটি মুসলিম, অপরটি হিন্দু। নেটফ্লিক্স অ্যাপ ফোন থেকে মুছে ফেলতেও সিনেমাপ্রেমীদের আবেদন করেছেন তিনি। তারপরই ট্যুইটারে #BoycottNetflix ট্রেন্ড করা শুরু হয়।


মীরা নায়ার পরিচালিত মিনিসিরিজটি তৈরি হয়েছে বিক্রম শেঠের ‘এ স্য়ুটেবল বয়’ উপন্যাসকে আশ্রয় করে। ভারতের স্বাধীনতাপ্রাপ্তি ও দেশভাগ পরবর্তী পরিস্থিতিতে চারটি পরিবারের গল্প রয়েছে এতে। রাজ্য বিজেপি মুখপাত্র গৌরব গোয়েল ‘এ স্য়ুটেবল বয়’-এর নাম না করেই বলেছেন, কোনও ওটিটি প্ল্যাটফর্মে ইচ্ছে করে হিন্দু দেব-দেবীদের অসম্মান করা হলে পুলিশে বা স্থানীয় আদালতে ভারতীয় দণ্ডবিধির ২৯৫ এ ধারায় অভিযোগ দায়ের করা উচিত। আইন এধরনের লোকজনের মোকাবিলা করবে।
বিজেপি-শাসিত রাজ্য়গুলি তথাকথিত ‘লাভ জেহাদ’ রুখতে আইন চালুর তোড়জোড় করছে। তার মধ্যেই এই বিতর্ক। মধ্যপ্রদেশ, হরিয়ানা, উত্তরপ্রদেশ ‘লাভ জেহাদ’ ক্রমশঃ বাড়ছে বলে জানিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। মধ্য়প্রদেশে ইতিমধ্য়েই প্রস্তাবিত ধর্ম স্বাতন্ত্র্য বিল, ২০২০-তে বলা হয়েছে, কাউকে জালিয়াতি, প্রলোভন দেখিয়ে ধর্ম বদলে বিয়ে করতে বাধ্য করা হলে ৫ বছরের সশ্রম কারাদণ্ড মিলবে, জামিন পাওয়া যাবে না।