ভোপাল : মাঝ আকাশে দুই যুদ্ধবিমানের (Air Force fighter jets) মুখোমুখি সংঘর্ষ । মধ্যপ্রদেশের (Madhya Pradesh) মোরেনাতে ভেঙে পড়ল সুখোই এসইউ ৩০ ও মিরাজ ২০০০ বিমান। দুটি বিমানই গ্বালিয়র এয়ার বেস থেকে উড়েছিল। অনুশীলনের সময়ে ঘটেছে দুর্ঘটনা, এমনই খবর বায়ুসেনা সূত্রে। 


মোরেনার প্রশাসন সূত্রে খবর, সুখোইতে ছিলেন ২ জন পাইলট, মিরাজে ছিলেন এক পাইলট। ২ পাইলটকে সুরক্ষিত উদ্ধার করা গেছে। একজনের খোঁজ চলছে।


সর্বভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি-কে প্রতিরক্ষা-সূত্র জানিয়েছে, মাঝ আকাশে দুই বিমানের মুখোমুখি সংঘর্ষের জেরে এই দুর্ঘটনা নাকি, অন্য কিছু তা খতিয়ে দেখতে তদন্ত করা হবে।  


ঘটনার কথা প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংকে জানিয়েছেন বায়ুসেনা প্রধান। এমনই খবর সংবাদ সংস্থা পিটিআই সূত্রের। 


ট্যুইটারে ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। তিনি লেখেন, মোরিনায় সুখোই-৩০ ও মিরাজ-২০০০ যুদ্ধবিমানের দুর্ঘটনার খবর খুবই মর্মান্তিক। বায়ুসেনাকে দ্রুত উদ্ধারকাজে সহযোগিতা করার জন্য স্থানীয় প্রশাসনকে বলেছি। ঈশ্বরের কাছে প্রার্থনা করি, বিমান চালকরা যেন নিরাপদে থাকেন।  


প্রসঙ্গত, চলতি মাসেই গোড়ার দিকে মধ্যপ্রদেশের রেওয়া জেলায় ঘটে ভয়াবহ দুর্ঘটনা। মন্দিরে ধাক্কা খেয়ে ভেঙে পড়ে প্রশিক্ষণরত বিমান। ঘটনাস্থলে মৃত্যু হয় প্রশিক্ষণরত বিমানের চালকের। বিমানে থাকা আরও এক যাত্রী আহত হন। ভোরে প্রশিক্ষণের সময়ে চোরহাটার কাছে একটি মন্দিরের চূড়ায় ধাক্কা খায় বিমানটি, তারপরই বিমানে আগুন লেগে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান পুলিশ আধিকারিকরা। খারাপ আবহাওয়া ও কুয়াশার কারণে দুর্ঘটনা বলে অনুমান করা হয়। 


 






অন্যদিকে, রাজস্থানের ভরতপুরেও ভেঙে পড়ল একটি চার্টার্ড বিমান।  ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ প্রশাসন।


 






আরও পড়ুন: মধ্যপ্রদেশে মন্দিরে ধাক্কা খেয়ে ভেঙে পড়ল প্রশিক্ষণরত বিমান