ঢাকা : ফের বিতর্ক বাড়ালেন মহম্মদ ইউনূস। আরও একবার ভারতের উত্তর-পূর্ব অঞ্চল নিয়ে কূটনৈতিক অস্বস্তি বাড়ালেন বাংলাদেশের অন্তর্বর্তকালীন সরকারের প্রধান। এবার পাকিস্তানের জেনারেলকে দিলেন একটি বিতর্কিত ম্যাপ। যেখানে অসম ও উত্তর-পূর্বের অন্যান্য রাজ্যকে বাংলাদেশের অংশ হিসাবে দেখানো হয়েছে।
সপ্তাহান্তে ঢাকায় গিয়েছেন পাকিস্তানের জয়েন্ট চিফস অফ স্টাফ কমিটির চেয়ারপার্সন জেনারেল শাহির শামসাদ মির্জা। তিনি ইউনূসের সঙ্গে দেখা করেন। সেই সময়ই এই বিতর্কিত ম্যাপ পাকিস্তানের জেনারেলের হাতে তুলে দেন ইউনূস। প্রসঙ্গত, ১৯৭১ সালে মুক্তিযুদ্ধর পর থেকে পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে সম্পর্কের চরম অবনতি হয়েছিল। কিন্তু, মহম্মদ ইউনূস বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হওয়ার পর থেকে উভয় দেশের মধ্যে পারস্পরিক সম্পর্কের উন্নতি হয়েছে। রবিবার পাকিস্তানের জেনারেলের সঙ্গে তাঁর সাক্ষাতের ছবি এক্স হ্যান্ডেলে পোস্ট করেন ইউনূস। তাতে ইউনূসকে 'Art of Triumph' নামে একটি বই উপহার দিতে দেখা যায়। যার কভারে রয়েছে বাংলাদেশের ছিন্নভিন্ন ম্যাপ। যে ম্যাপে দেখানো হয়েছে, ভারতের উত্তর-পূর্বের সাতটি রাজ্য বাংলাদেশের অংশ। যা মুসলিম মৌলবাদী গোষ্ঠীর 'গ্রেটার বাংলাদেশ' তত্ত্বের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। এই পোস্টের পর, সোশাল মিডিয়ায় বাংলাদেশের অন্তর্বর্তীকালীন প্রধানকে ভারতের সার্বভৌম অঞ্চলে অযাচিত প্রবেশের জন্য সমালোচনা করা হয়েছে। ভারতের বিদেশ মন্ত্রক এখনও এই বিতর্কের কোনও প্রতিক্রিয়া জানায়নি।