লাহৌর: সকাল সকাল পর পর বিস্ফোরণে কেঁপে উঠল পাকিস্তানের লাহৌর। ওয়াল্টন রোড এলাকায় পর পর বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে। আকাশ ঢেকে গিয়েছে ধোঁয়ার কুণ্ডলীতে। তুমুল উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। আতঙ্কে রাস্তায় বেরিয়ে এসেছেন স্থানীয় বাসিন্দারা। ভারতের সঙ্গে যখন সংঘাত পরিস্থিতি অব্যাহত, একদিন আগেই যখন ভারত স্ট্রাইক চালিয়েছে সেখানে, সেই আবহে বিস্ফোরণ ঘিরে আতঙ্ক ছড়িয়েছে। (Pakistan News)
সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, বৃহস্পতিবার সকালে পর পর বিস্ফোরণের শব্দ শোনা যায় লাহৌরে। ওয়াল্টন এয়ারপোর্ট সংলগ্ন ওয়েল্টন রোড, গোপালনগর এবং নাসিরাবাদ থেকে বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে। আতঙ্কে বাড়ি ছেড়ে রাস্তায় বেরিয়ে আসেন স্থানীয় মানুষজন। সোশ্যাল মিডিয়ায় যে ছবি এবং ভিডিও সামনে এসেছে, তাতে ধোঁয়ার কুণ্ডলীতে আকাশ ঢেকে যেতে দেখা গিয়েছে। (Lahore News)
আপাতত যে খবর মিলছে, সেই অনুযায়ী, একটি ড়্রোন থেকে বিস্ফোরণ ঘটেছে বলে মনে করছে পুলিশ। জ্যামিং প্রযুক্তির সাহায্য়ে ড্রোনটিকে গুলি করে নামানো হয়। তার পরই পর পর বিস্ফোরণ ঘটে বলে পাক সংবাদমাধ্যম সূত্রে জানা যাচ্ছে। তবে এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর মেলেনি। বাড়িঘর ক্ষতিগ্রস্ত হওয়ার খবরও নেই।
পাকিস্তানের Samaa TV জানিয়েছে, আসকরি ৫-এর কাছে দু'টি বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে। Naval College থেকে ধোঁয়ার কুণ্ডলী আকাশে উঠতে দেখা গিয়েছে সেখানে। লাহৌরের ওয়াল্টন এলাকায় অভিজাত লোকজনের বাস মূলত। বিশেষ করে তাবড় ব্যবসায়ী পরিবারের বাস সেখানে। লাহৌরে রয়েছে সেনার ক্যান্টনমেন্টও।
ভারতের সঙ্গে সংঘাতের আবহে এমনিতে এই মুহূর্তে চূড়ান্ত সতর্কতা পাকিস্তানে। লাহৌর, সিয়ালকোট থেকে বিমান চলাচল বন্ধ রয়েছে। সেই আবহেই এই ঘটনা। পাশাপাশি, বালুচিস্তান নিয়েও উদ্বেগ বাড়ছে পাকিস্তানের। সেখানে সেনার কনভয়ে IED বিস্ফোরণ ঘটিয়েছে Baloch Liberation Army. তাতে ১২ জন পাক জওয়ানের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী শাহিদ খাকান আব্বাসি জানিয়েছেন, বালুচিস্তানের উপর থেকে মুঠো আলগা হচ্ছে পাকিস্তানের।
এমন পরিস্থিতিতে ইসলামাবাদে সতর্কতা জারি হয়েছে। মাইকিং করে বাড়ি থেকে বেরোতে নিষেধ করা হয়েছে বাসিন্দাদের। আলো বন্ধ রাখতে বলা হয়েছে সকলকে। এমনকি হাসপাতালগুলিকেও প্রস্তুত থাকতে বলা হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে। ভারতের সঙ্গে সংঘাতের আবহে ইতিমধ্যেই প্রতিশোধ নেবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। কিন্তু এই মুহূর্তে পাকিস্তানের ভিতরেই কার্যত গৃহযুদ্ধের পরিবেশ তৈরি হচ্ছে বলে মত বিশেষজ্ঞ মহলের।