কলকাতা: ফের সামনে এল নাবালিকার উপর যৌন অত্যাচারের ঘটনা। এবার ঘটনাস্থল মুম্বই। ১৩ বছরের এক নাবালিকাকে একাধিকবার ধর্ষণের ঘটনায় পুলিশ গ্রেফতার করেছে ২১ বছরের এক তরুণকে। মুম্বইয়ের ভাকোলা থানার পুলিশ ওই তরুণের বিরুদ্ধে POCSO Act-এর অধীনে মামলা রুজু করেছে। গোরেগাঁও থেকে ওই তরুণকে গ্রেফতার করা হয়েছে। এনডিটিভি সূত্রের খবর,
পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত তরুণ একটি হোটেলের কর্মী। নির্যাতিতার সঙ্গে সোশ্যাল মিডিয়ায় আলাপ হয়েছিল ওই তরুণের। বেশ কিছু কথোপকথনের পরে মেয়েটিকে দেখা করতে বলে ওই তরুণ। সেই অনুযায়ী দুজনে দেখা করে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সেখান থেকেই আন্ধেরীর একটি জায়গায় ওই নাবালিকাকে নিয়ে যায় ওই তরুণ। সেখানেই নাবালিকাকে ধর্ষণ করা হয়। এরপর ১৫ অগাস্ট গ্রামের বাড়িতে নিয়ে যাওয়ার নাম করে নাবালিকাকে গুজরাতে নিয়ে যায় ওই তরুণ। নাবালিকার পরিবারের তরফে অভিযোগ করা হয়েছে, সেখানেই একাধিকবার নাবালিকাকে ধর্ষণ করেছে অভিযুক্ত তরুণ।
এদিকে ১৫ অগাস্ট অনেকক্ষণ কেটে গেলেও বাড়ি না ফেরায় খোঁজখবর শুরু করে নাবালিকার পরিবার। কিছুদিন পর নিজে নিজেই ফিরে আসে ওই নাবালিকা। পরিবারের দাবি বাড়ি ফিরে অত্যন্ত চুপচাপ ছিলেন ওই নাবালিকা। তা দেখে বারবার প্রশ্ন করে তার পরিবার। বারবার প্রশ্ন করায় গোটা ঘটনা খুলে বলে ওই নাবালিকা। এরপর ইন্স্টাগ্রাম অ্যাকাউন্টের মাধ্য়মে অভিযুক্তের ছবি বের করে পরিবার। তারপর পুলিশের কাছে গিয়ে অভিযোগ দায়ের করে।
কদিন আগেই মহারাষ্ট্রের থানের বদলাপুরে ২ কিন্ডারগার্টেন পড়ুয়ার উপর শারীরিক নির্যাতনের ঘটনায় তোলপাড় হয়েছিল ওই এলাকা। জনতার ক্ষোভ সামাল দিতে গিয়ে জখম হয়েছিলেন একাধিক পুলিশকর্মী। অন্যদিকে কলকাতায় আরজি কর হাসপাতালে মহিলা চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনায় সারা দেশ এখন উত্তাল। সেই আবহেই সামনে এল মুম্বইয়ে নাবালিকার উপর অত্য়াচারের ঘটনা।
আরও পড়ুন: জিম করতে করতেই হার্ট অ্যাটাক! লুটিয়ে পড়ল ১৯ বছরের ডাক্তারি পড়ুয়া! নিমেষে সব শেষ
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।