কলকাতা: অসুস্থ অভিনেতা সাংসদ দেবের (Dev) বাবা গুরুপদ অধিকারী (Gurupodo Adhikary)। আজই অভিনেতার বাবাকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে। শোনা যাচ্ছে, বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন অভিনেতার বাবা। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, তিনি হৃদরোগে আক্রান্ত হয়েছেন। তবে এখনও কিছু স্পষ্ট নয়। শোনা যাচ্ছে, হাসপাতালে অভিনেতার বাবার বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা হয়েছে। ইতিমধ্যেই অ্যাঞ্জিয়োগ্রাম হয়েছে অভিনেতার বাবার। গোটা পরিবারই অপেক্ষা করছে, সেই রিপোর্টের জন্য 


প্রসঙ্গত, সদ্য বিদেশে ছুটি কাটাতে গিয়েছিলেন দেব। সঙ্গে ছিলেন নায়িকা রুক্মিণী মৈত্র (Rukmini Maitra)। আর সেখান থেকে ফিরেই হাসপাতালে ছুটে গিয়েছেন দেব। সঙ্গে রয়েছেন নায়িকা রুক্মিণী মৈত্র আর তাঁর বোনও। সবাই মিলে আপাতত কলকাতার একটি বেসরকারি হাসপাতালেই রয়েছেন। অপেক্ষা করছেন রিপোর্টের। এখনই ঠিক বোঝা যায় না কী হয়েছে অভিনেতার বাবার। প্রসঙ্গত, দেবের প্রযোজনা সংস্থা, দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সের কর্ণধার দেবের বাবা গুরুপদ অধিকারী। 


সদ্য বিদেশে ঘুরতে গিয়েছিলেন দেব। আর সেখানে গিয়ে সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করতেই ট্রোলিংয়ের শিকার হয়েছিলেন দেব। ট্রোলিং না বলে, কটাক্ষ বলাই শ্রেয়। বর্তমানে আরজি কর পরিস্থিতি নিয়ে তোলপাড় রাজ্য। সাধারণ মানুষ থেকে শুরু করে অভিনেতা অভিনেত্রী, বুদ্ধিজীবীরা, ইঞ্জিনিয়ার থেকে শুরু করে চিকিৎসকেরা, প্রত্যেকেই মা মিলিয়েছেন মিছিলে। রোজই প্রতিবাদ চলছে রাস্তায় রাস্তায়। নিজের নিজের মতো করে প্রতিবাদ করছেন সবাই। সোশ্যাল মিডিয়ায় এই নিয়ে পোস্ট করেছিলেন দেবও। আরজি করের পরিস্থিতির কথা মাথায় রেখে দেব পিছিয়ে দিয়েছিলেন তাঁর ছবি 'খাদান'-এর টিজার। তাঁর মত ছিল, সমাজের পরিস্থিতি স্বাভাবিক হলে তবেই টিজার মুক্তি পাবে। 


এরপরে টিজার মুক্তি পিছিয়ে দিয়েছে 'বহুরূপী'-ও। সদ্য মুক্তি পাওয়া ছবি 'বাবলি' আর 'পদাতিক'-এর শেষ মুহূর্তের প্রচার বাতিল করা হয়েছে। অন্যদিকে 'অঙ্ক কী কঠিন' আর 'যমালয়ে জীবন্ত ভানু'-র মতো ছবির মুক্তিও পিছিয়ে দেওয়া রয়েছে। কিন্তু সোশ্যাল মিডিয়ায় জিম থেকে শরীরচর্চার করার ছবি দিতে কটাক্ষের শিকার হয়েছিলেন দেব। তবে তিনি এই সমস্ত ট্রোলিং আর কটাক্ষের কোনও উত্তর দেননি সোশ্যাল মিডিয়ায়। 


আরও পড়ুন: Deepika Padukone: দীপিকার মতো ঘর গোছাতে ভালবাসেন আপনিও? রইল চটজলদি ঘর গোছানোর কিছু সহজ টিপস


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।