মুম্বই: যুদ্ধ-উদ্বেগের মধ্যেই ইউক্রেন থেকে ফিরছে ভারতীয় পড়ুয়াদের একটি দল। ২১৯ জন ভারতীয়কে (indian) নিয়ে রোমানিয়া ছেড়েছিল এয়ার ইন্ডিয়ার বিমান (flight)। আজ রাত সাড়ে ৮টা নাগাদ মুম্বই পৌঁছয় সেই বিমানটি। ইউক্রেনে(ukraine) আটকে থাকা ভারতীয়দের উদ্ধারে লাগাতার চেষ্টায় ভারতীয় দূতাবাস। ভারতীয়দের সাহায্য করতে বিভিন্ন জায়গায় ক্যাম্প তৈরি করেছে দূতাবাস। 







রাশিয়ার আগ্রাসনের জেরে ইউক্রেনে আটকে পড়েছেন বহু ভারতীয়। এই পরিস্থিতিতে নতুন নির্দেশিকা জারি করল ভারতীয় বিদেশ মন্ত্রক। নির্দেশিকায় বলা হয়েছে, ভারত সরকারের সঙ্গে যোগাযোগ না করে ইউক্রেনের সীমান্ত এলাকায় না যেতে। নির্দেশিকায় বলা হয়েছে, আটকে পড়া ভারতীয়রা দূতাবাস বা ভারতীয় আধিকারিকদের সঙ্গে আগাম যোগাযোগ ছাড়া যেন সীমান্ত এলাকাগুলির দিকে না যান।   পশ্চিম ইউক্রেনে জল, খাবার ও থাকার জায়গা রয়েছে। সেখানে থাকাই আপাতত নিরাপদ। যারা পূর্ব ইউক্রেনে রয়েছেন, তাঁদের বাড়ির ভিতর অথবা শেল্টারে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। প্রয়োজনে কিভের ভারতীয় দূতাবাসের সঙ্গে যোগাযোগ করার কথা জানিয়েছে বিদেশ মন্ত্রক। নয়া নির্দেশিকায় বলা হয়েছে, দূতাবাস বা আধিকারিকদের সঙ্গে সমন্বয় ছাড়া ভারতীয় নাগরিকরা যদি কোথাও যান বা চেক পয়েন্টে পৌঁছন তাহলে তাঁর সঙ্গে যোগাযোগ করার কাজ কঠিন হয়ে পড়বে।  নির্দেশিকায় আরও বলা হয়েছে,  ইউক্রেনের বিভিন্ন সীমান্ত চেকপয়েন্টের পরিস্থিতি খুবই স্পর্শকাতর এবং কিভের দূতাবাস আমাদের নাগরিকদের সমন্বয়সাধনের মাধ্যমে বের করে আনার ব্যাপারে আমাদের প্রতিবেশী দেশগুলির দূতাবাসগুলির সঙ্গে কাজ করছে।


নির্দেশিকায় আরও বলা হয়েছে যে, ইউক্রেনের পশ্চিম অঞ্চল আটকে পড়া ভারতীয়দের জন্য তুলনামূলকভাবে নিরাপদ। তাই বর্ডার চেকপয়েন্টের দিকে যাওয়ার পরিবর্তে সেখানেই থাকা দরকার। নির্দেশিকায় বলা হয়েছে, পশ্চিম ইউক্রেনের শহরগুলিতে পানীয় জল, খাবার, থাকার জায়গা ও অন্যান্য মৌলিক সুযোগ-সুবিধা তুলনায় নিরাপদ। তাই চেকপয়েন্টগুলিতে যাওয়ার পরিবর্তে সেখানে থাকাই ভালো। এরসঙ্গে যারা যাঁরা পূর্ব ইউক্রেনে রয়েছেন, তাঁরা যেখানে রয়েছেন, সেখানেই থাকুন এবং পরবর্তী নির্দেশ না পাওয়া পর্যন্ত সংযত থাকুন এবং বাড়ির ভিতরে থাকুন। নয়া নির্দেশিকায় শান্ত ও সংযত থাকা ও ধৈর্য্য অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।