Mumbai Bus Accident: ভয়াবহ দুর্ঘটনা মুম্বইয়ের রাস্তায়। একটি বাস পিষে দিল ৪ জনকে। আরও ৯ জনের আহত হওয়ার খবর পাওয়া গিয়েছে। মৃতদের মধ্যে রয়েছে তিনজন মহিলা এবং এক ব্যক্তি। একটি BEST বাস অর্থাৎ Brihanmumbai Electric Supply and Transport- এর বাস পিষে দিয়েছে ৪ জন পথচারীকে। মুম্বইয়ের ভান্ডুপে ঘটেছে এই দুর্ঘটনা। সোমবার রাত সাড়ে ৯টার আশপাশে এই দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ। আহতদের ভর্তি করা হয়েছে হাসপাতালে। চিকিৎসাধীন রয়েছেন তাঁরা। জানা গিয়েছে, Brihanmumbai Electric Supply and Transport হল দেশে সবচেয়ে বড় পাবলিক বাস চালানোর সংস্থা। তাদের বাসেই যাকে BEST বাস বলা হচ্ছে, সেখানেই ঘটেছে এই মর্মান্তিক ঘটনা।
মুম্বই পুলিশ সূত্রে খবর, নিয়ন্ত্রণ হারিয়ে পথচারীদের ধাক্কা মেরেছে ওই বাসটি। তবে কেন ওই বাস নিয়ন্ত্রণ হারিয়েছে তা এখনও স্পষ্ট নয়। বাসের গতি বেশি ছিল নাকি বাসের কোনও যান্ত্রিক ত্রুটি ছিল, কিংবা চালকের কোনও সমস্যা ছিল কিনা বা অন্য কোনও অসুবিধা দেখা দিয়েছিল কিনা - সমস্ত সম্ভাবনাই খতিয়ে দেখছে মুম্বই পুলিশ। শুরু হয়েছে তদন্ত। দুর্ঘটনার খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে ছুটে যান পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা। খুব তাড়াতাড়ি ঘটনাস্থলে পৌঁছে যায় ইমার্জেন্সি রেসপন্স টিম। দ্রুত আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। কেন এই দুর্ঘটনা ঘটল তা জানতে জোরকদমে তদন্ত শুরু করেছে মুম্বই পুলিশ।
কয়েকদিন আগেই তামিলনাড়ুতে ঘটেছে আরও একটি ভয়াবহ বাস দুর্ঘটনা
তামিলনাড়ুর কাড্ডালোরে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্য়ু হল ৯ জনের। স্থানীয় সূত্রে খবর, কাড্ডালোরের জাতীয় সড়কে একটি সরকারি বাসের টায়ার ফেটে যায়। তখনই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন চালক। ডিভাইডার টপকে উল্টো দিকের দুটি গাড়িকে ধাক্কা মারে বাসটি। দুর্ঘটনায় মৃত্য়ু হয়েছে ৯ জনের। আহত হয়েছেন বেশ কয়েকজন।
কর্ণাটকেও সম্প্রতি ঘটেছে মর্মান্তিক একটি বাস দুর্ঘটনা
কর্ণাটকের চিত্রদুর্গ জেলার ঘটনা। ট্রাকের ধাক্কায় একটি বেসরকারি স্লিপার বাসে আগুন লেগে কমপক্ষে ১০ জন জীবন্ত পুড়ে ছাই হয়ে যান। জাতীয় সড়ক-৪৮ (এনএইচ-৪৮) এ দুর্ঘটনাটি ঘটে। বাসটি বেঙ্গালুরু থেকে শিবমোগা যাচ্ছিল। অতিক্রম করে ফেলেছিল ৩০০ কিলোমিটারেরও বেশি পথ। সম্ভবত অত্যন্ত দ্রুত গতিতেই ছুটছিল বাসটি। সে সময় অপর দিকে আসছিল একটি ট্রাক। সেটিই একসময় গতি সামলাতে না পেরে প্রথমে ডিভাইডারে ধাক্কা মারে। তারপর ব্রেক কষতে না পেরে সোজা ধাক্কা মারে যাত্রী বোঝাই বাসে। পরপর দুই ধাক্কায় মর্মান্তিক পরিণতি নেমে আসে।