মুম্বই: ভোর রাতে মুম্বইয়ের বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ড (Mumbai Massive Fire Incident)। গোরেগাঁওয়ে ওই বহুতলে আগুন লেগে কমপক্ষে ৭ জনের মৃত্যু হয়েছে। মুম্বই পুলিশ সূত্রে খবর, জখম হয়েছেন ৩৯ জনেরও বেশি আবাসিক। জখমদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
জানা গিয়েছে, ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে প্রায় ১২ দমকলের ইঞ্জিন। শেষ অবধি পাওয়া খবরে, বর্তমানে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। এবং কুলিং প্রক্রিয়া চলছে। মুম্বই পুলিশ সূত্রে খবর, আহতদের মধ্যে ২জনের অবস্থা আশঙ্কাজনক। গোরেগাঁও পশ্চিমে জয় ভবানীভবন নামের এই ভয়াবহ আগুন লাগে। আহতদের ইতিমধ্য়েই এইচবিটি ও কুপার হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মূলত বৃহস্পতিবার গভীররাতে এই আগুন লাগার ঘটনাটি ঘটে। ঘুমে আচ্ছন্ন ছিলেন সেসময় সবাই। মাঝরাতে দোতালা থেকে ক্রমশ আগুন উঠতে শুরু করে বহুতলের উপরের দিকে। ঘুমে আচ্ছন্ন বলে প্রথমে অনেকেই আগুন লাগার বিষয়টি বুঝে উঠতে পারেননি। তবে ক্ষণিকেই তা ঠাহর হতেই আতঙ্ক ছড়িয়ে পড়ে। চিৎকার জুড়ে দেন বাসিন্দারা। আগুন কর্মকর্তারা জানিয়েছেন, আগুন লাগার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে তাঁরা ঘটনাস্থলে পৌঁছে যান।
এদিকে, অনেকেই বাইরে বেরিয়ে আসার চেষ্টা করেন। কিন্তু ততক্ষণে আগুন ভয়াবহ আকার নিয়েছে। আটকে পড়েন তারই ভিতর বাসিন্দারা। এরপরেই শুরু হয় উদ্ধার কাজ।প্রায় সকাল ৭ অবধি আগুন নিয়ন্ত্রণে আনতে সময় লাগে। দমকল বাহিনীর তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে এলেও , ততক্ষণে ভয়াবহ আগুনে পুড়ে মৃত্যু হয়েছে একাধিকজনের।
আরও পড়ুন, দেশের একাধিক শহরে ১০০-র নিচে পেট্রোল, কী দর কলকাতায় ?
অপরদিকে, অমৃতসরের ওষুধের কারখানাতেও বিধ্বংসী আগুনের ঘটনা ঘটেছে। অন্তত ৪ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। সূত্রের খবর, এই কারখানায় প্রায় ১৬০০ শ্রমিক কাজ করে। কারখানায় রাসায়নিক ভর্তি ড্রাম মজুত থাকায় আগুন নেভাতে বেগ পেতে হয় দমকলকর্মীদের। ৮ ঘণ্টার লাগাতার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। কীভাবে আগুন লেগেছে তা এখনও জানা যায়নি।