মুম্বই: প্রবল বৃষ্টিতে (Heavy Rain) ভাসছে মুম্বই (Mumbai)। বাণিজ্য নগরীতে জনজীবন কার্যত বিপর্যস্ত। সোমবার রাত থেকে প্রবল বৃষ্টি মুম্বইতে। যার জেরে ব্যাহত হয়েছে জনজীবনও। ইতিমধ্যেই মুম্বই ও ঠাণেতে (Thane) কমলা সতর্কতা (Orange Alert) জারি করেছে মৌসম ভবন (IMD)। মুম্বই শহরের বিভিন্ন এলাকায় জল জমেছে। সাবওয়েগুলি জলমগ্ন হয়ে পড়ায় যাতায়াতে সমস্যা হচ্ছে।   

  


কী পরিস্থিতি মহারাষ্ট্রের জেলাগুলিতে? 


মহারাষ্ট্রজুড়েই কয়েকদিন ধরে ভারী বৃষ্টি হচ্ছে। রায়গড়, রত্নগিরি, সিন্ধুদুর্গ, পালঘর, পুণে, কোলাপুর ও সাতারায় লাল সতর্কতা জারি হয়েছে। মহারাষ্ট্রে মোতায়েন রয়েছে এনডিআরএফের ১৭টি দল। নবি মুম্বইয়ের পানভেল, খাণ্ডেশ্বর, মানসরোবর স্টেশনের সাবওয়ে জলমগ্ন। বেশ কিছু গুরুত্বপূর্ণ রাস্তায় বাস চলাচল বন্ধ রয়েছে।মুম্বইয়ে কাজ করছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর পাঁচটি দল।        





আরও পড়ুন, অঝোর ধারায় ভিজছে মায়ানগরী, জলবন্দি গোটা শহর, জলোচ্ছ্বাসের পূর্বাভাসও


গত দুই দিন ধরে লাগাতার ভারী বর্ষণ হচ্ছে মুম্বইয়ে। পওয়াই লেক ইতিমধ্যেই উপচে পড়েছে। তার উপর আরব সাগর থেকে প্রায় চার মিটার উঁচু ঢেউ আছড়ে পড়ার পূর্বাভাসও রয়েছে। ভারী বৃষ্টির জেরে বুধবার মুম্বই শহরের কমপক্ষে ২৫টি এলাকা জলমগ্ন হয়ে পড়ে। রেললাইন পর্যন্ত জলে ডুবে গিয়েছে। বাস, পরিবহণ, সব বন্ধ। আবহাওয়া দফতরের তরফে ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতায় রেড অ্যালার্ট জারি করা হয়েছে। বলা হয়েছে, ৮ জুলাইয়ের মধ্যে মুম্বই তথা দক্ষিণ-মধ্য মহারাষ্ট্র , দক্ষিণ কোঙ্কন ও গোয়ায় লাল সতর্কতা জারি করা হয়েছে। বিভিন্ন জায়গায় ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।