মুম্বই: শিবসেনা এসে হুমকি দিয়েছে, শুদ্ধ দেশি নাম হতে হবে, করাচি থাকলে চলবে না। অশান্তি এড়াতে সাইনবোর্ডের করাচি শব্দ কাগজ দিয়ে ঢেকে দিলেন বিখ্যাত করাচি সুইটস কর্তৃপক্ষ।

পশ্চিম বান্দ্রার করাচি সুইটসের মালিক বলেছেন, এ নিয়ে তিনি কোনও ঝামেলা চান না। আইনজীবীদের সঙ্গে কথা বলেছেন, সাইনবোর্ড থেকে করাচি সরাবেন কিনা  ভবিষ্যতে ঠিক করবেন।

শিবসেনা সেনা নীতীন নন্দগাঁওকর ওই দোকানে এসে নাম বদলের দাবি করেন, বলেন, করাচি টরাচি চলবে না, নাম ভারতীয় হতে হবে। তিনি বলেন, করাচি শব্দটা আমরা ঘৃণা করি.. এটা পাকিস্তানের জঙ্গিদের জায়গা, তাইনামটা বদলে ফেলুন। আমাদের সেনারা এই জঙ্গিদের হাতে শহিদ হচ্ছেন, ফলে মুম্বই এবং মহারাষ্ট্রে এই নাম চলবে না... নিজের নাম বা পরিবারের নামে দোকানের নাম রাখুন কিন্তু করাচি নয়.. আপনাকে সময় দিচ্ছি, পাল্টে ফেলুন। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়।


তবে করাচি সুইটসের মালিক বলেছেন, নীতীন তাঁর সঙ্গে ভদ্রভাবে কথা বলেছেন, বাকিটা তো লোকে ভিডিওতে দেখতেই পাচ্ছে।